গোয়ালন্দে তিনটি বাঁশের সাঁকোর সহায়তায় চলাচল করছে পাঁচটি গ্রামের মানুষ

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৩৪ পিএম
গোয়ালন্দে তিনটি বাঁশের সাঁকোর সহায়তায় চলাচল করছে পাঁচটি গ্রামের মানুষ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুর্গম চর রাখালগাছি এলাকায় পাঁচটি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ হলো বাঁশের সাঁকো।

সম্প্রতি যুবক ও স্থানীয়রা তিনটি বাঁশের সাঁকো তৈরি করে এলাকাবাসীর চলাচল নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম (তিতাস) এর দিকনির্দেশনায় রফিক, রবিন, আরশাদ, শাহিন, মান্নান, নুর ইসলাম, মজনুসহ অন্যান্য যুবক ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১০ জন মিস্ত্রি ও ১৫ জন লেবার নিয়ে কাজ করে তিনটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। এই সাঁকোর মাধ্যমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা ও স্কুলে যাতায়াত করতে পারছে।

দুর্গম চর রাখালগাছির রোকসানা বেগম বলেন, “পানি বৃদ্ধির কারণে রাস্তাঘাট সব ডুবে গেছে। স্থানীয় কোনো মেম্বার বা চেয়ারম্যান না থাকায় যুবকরা তিনটি বাঁশের সাঁকো তৈরি করেছে। এই সাঁকো আমাদের চলাচলের জন্য খুবই সহায়ক।”

রফিক জানান, “চেয়ারম্যান-মেম্বার না থাকায় আমরা বিপদগ্রস্ত ছিলাম। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তিতাস ভাইয়ের পরামর্শে আমরা তিনটি সাঁকো তৈরি করেছি।”

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম (তিতাস) বলেন, “দুর্গম অঞ্চলের যুবকরা আমাদের কাছে এসে সাঁকোর জন্য অনুরোধ জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত জমা দিয়ে স্থানীয় বাজেটের মাধ্যমে তিনটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে, যা এখন এলাকার মানুষের চলাচল সহজ করেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের কাছে বিষয়টি জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইএইচ