সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান আজ বুধবার দুপুর ২টায় উপজেলা এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ, সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান সরাসরি পর্যবেক্ষণ করেন।
এছাড়া সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নিয়ে সরকারি সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাকান।
ইএইচ