ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম.এ হান্নান খান বলেছেন, “আমাদের নগরীকে বসবাসযোগ্য রাখতে প্রত্যেক এলাকায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করতে হবে এবং রোপিত বৃক্ষের যত্ন নিতে হবে।”
তিনি আরও জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেলে নগরীর ৩৩ নং ওয়ার্ডের শম্ভগঞ্জ বাজারে শহীদ ফয়েজ সিদ্দিক স্মৃতি সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কোতোয়ালী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন, চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড বিএনপি’র কামাল চৌধুরী সামছু প্রমুখ। এছাড়া ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর সদস্য রাফায়েত খান, আকিব, তৌফিক, অলি, তুহিন, রুমন, শিশির ও ইলহামসহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরীর প্রতিটি এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালু থাকলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব।”
ইএইচ