“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার গাজীপুর জেলার ৫টি উপজেলা, ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
কালিয়াকৈরে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কার্যক্রমের সূচনা করেন।
কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. টিটন মিয়া, উপজেলা প্রশিক্ষিকা নিগার সুলতানা, পৌরসভার সকল ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা জানান, তৃণমূল পর্যায় পর্যন্ত এ উদ্যোগ ছড়িয়ে দিতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের দলনেতা-দলনেত্রীসহ আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কালিয়াকৈরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।
ইএইচ