ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৫:৪৩ পিএম
ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সালাম আকন (২৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা বাদশাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সালাম ওই এলাকার মৃত আব্দুল জব্বার আকন ও জোবেদা খাতুনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক সংযোগে সতর্কতা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বিআরইউ