অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:২৮ পিএম
অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

আর্থিক সংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি হতে না পারা নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা বাসিত। ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দেন।

অর্থাভাবে ভর্তি হতে না পারা ওই শিক্ষার্থী বলেন, “অনেক কষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছিলাম না। তখন বাসিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজ উদ্যোগে আমাকে ভর্তি করিয়ে দেন।”

জবি ছাত্রদল নেতা বাসিত বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি ও আমার বন্ধুরা মিলে চেষ্টা করি যাতে কেউ অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। ওই শিক্ষার্থীর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, সে ভবিষ্যতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাক। তবে আমরা তার পরিচয় গোপন রাখতে চাই, কারণ একজন মানুষের আত্মসম্মান অক্ষুণ্ন রাখা জরুরি।”

এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই ধারা যেন অব্যাহত থাকে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই সংবাদের কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সম্পাদনার প্রয়োজন থাকলে জানাতে পারেন।

ইএইচ