জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ সংবিধি নিয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:১৮ পিএম
জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ সংবিধি নিয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সংবিধি/বিধি/গঠনতন্ত্র বিষয়ে শিক্ষার্থীদের লিখিত মতামত আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ মে রাত ১২টা থেকে ২১ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা নির্ধারিত ফরম্যাটে সুস্পষ্ট লিখিত মতামত জমা দিতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে লগইন করতে হবে। নির্ধারিত সময়সীমার পরে কোনো মতামত গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০০তম (বিশেষ) সভায় প্রস্তাবিত জকসু সংবিধি বিষয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএইচ