পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে সেনা হতাহতের ঘটনা বারবার অস্বীকারের পর অবশেষে পরোক্ষভাবে নিহতের বিষয়টি স্বীকার করেছে ভারত। দেশটির সরকার গোপনে ১০০ জনেরও বেশি সেনা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জিও নিউজ দাবি করে, অভ্যন্তরীণ চাপে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে যাতে জনসমক্ষে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও নিহত সেনাদের স্মরণ করা যায়।
এর আগে রোববার সামা টিভি এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরের পেহেলগাম এলাকায় ‘অপারেশন সিন্দুর’ চলাকালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ তা স্বীকার করতে নারাজ। পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা আন্তর্জাতিক এবং দেশীয় কয়েকটি স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করলেও সরকারিভাবে বিষয়টি অস্বীকার করা হচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুদ্ধের বাস্তবতা ও তথ্য গোপনের কৌশলের দ্বন্দ্বে নীতিগত ও রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছে ভারতীয় সরকার ও সামরিক বাহিনী।
বিআরইউ