বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, বিশ্রামে থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১০:৫১ এএম
বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, বিশ্রামে থাকার পরামর্শ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে তিন দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই সময়ে তিনি বাড়ি থেকেই দাফতরিক দায়িত্ব পালন করবেন। সূত্র: রয়টার্স।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি এখন স্যালাইন নিচ্ছেন। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু বাড়িতে থেকেই রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবেন।

২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল। একই বছর ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ায় তার প্রোস্টেট অপসারণ করা হয়।

বিআরইউ