উপদেষ্টা শাখাওয়াত

দেশের জন্য কাজ করুন, কোনো ব্যক্তির জন্য নয়

বরিশাল ব্যুরো : প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:২৭ পিএম
দেশের জন্য কাজ করুন, কোনো ব্যক্তির জন্য নয়

‘আপনারা দেশের জন্য কাজ করবেন, কোনো ব্যক্তির জন্য নয়’—নবীন নাবিকদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন।

রোববার (২৫ মে) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এ-২০২৫ ব্যাচের বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের মতো দৃঢ় চিত্তে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করবেন। ভবিষ্যতে এ বাহিনী আরও আধুনিক ও সক্ষম হবে আপনাদের হাত ধরেই।

এদিন ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে শাখাওয়াত হোসেন প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

নৌবাহিনীর আধুনিকীকরণ ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এই নবীন নাবিকরাই ভবিষ্যতের দেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিআরইউ