বিআইজিডির ভোটার জরিপ: নির্ধারিত হয়নি অধিকাংশ ভোটারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:০৬ পিএম
বিআইজিডির ভোটার জরিপ: নির্ধারিত হয়নি অধিকাংশ ভোটারের সিদ্ধান্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কত শতাংশ ভোটার ভোট দিতে চায়, সে বিষয়ে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এক জরিপে সাম্প্রতিক চিত্র প্রকাশ পেয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, ১২ শতাংশ ভোটার বিএনপিকে, ১০.৪ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে, ৭.৩ শতাংশ ভোটার আওয়ামী লীগকে এবং ২.৮ শতাংশ ভোটার এনসিপিকে ভোট দিতে আগ্রহী। 

তবে এখনও ৪৮ শতাংশের বেশি মানুষ নির্বাচনে কাকে ভোট দেবেন তা নির্ধারণ করেননি। পাশাপাশি ১৪.৪ শতাংশ মানুষ জরিপে ভোট প্রার্থীর নাম জানাতে রাজি হননি।

গত অক্টোবর মাসে একই প্রশ্নে জনমত জরিপে দেখা গিয়েছিল, বিএনপির জন্য ১৬.৩ শতাংশ, জামায়াতের জন্য ১১.৩ শতাংশ এবং এনসিপির জন্য ২ শতাংশ ভোটার আগ্রহী ছিলেন। অর্থাৎ আট মাসে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে, তবে এনসিপির ভোট সামান্য বৃদ্ধি পেয়েছে।

জরিপের এক অনুষ্ঠানে প্রকাশিত তথ্য অনুযায়ী, বয়সভিত্তিক সমর্থনে ২৭ বছরের নিচে বয়সীদের মধ্যে বিএনপির তুলনায় জামায়াতের জনপ্রিয়তা বেশি; ৯ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, ১২ শতাংশ জামায়াতকে ভোট দিতে চায়। ২৮ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন সমান, উভয়েরই সমর্থন ১১ শতাংশ।

অন্যদিকে, ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি, ১৬ শতাংশ ভোটার বিএনপির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। একই বয়স গোষ্ঠীতে জামায়াতের সমর্থন ৯ শতাংশ, আওয়ামী লীগের ৭ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ।

শিক্ষাগত ভিত্তিতেও পার্থক্য লক্ষ্য করা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াতের প্রতি সমর্থন শতকরা ১০ শতাংশ, আওয়ামী লীগের ৫ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ। অপরদিকে আনুষ্ঠানিক শিক্ষাহীন জনগোষ্ঠীর মধ্যে বিএনপির সমর্থন ১৪ শতাংশ, জামায়াতের ৯ শতাংশ, আওয়ামী লীগের ৭ শতাংশ এবং এনসিপির ২ শতাংশ।

জরিপ অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ শতাংশ আশা প্রকাশ করেছেন আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, তবে ১৫ শতাংশ বিশ্বাস করেন নির্বাচন সুষ্ঠু হবে না।

জরিপের এই ফলাফল রাজনৈতিক দলের জনপ্রিয়তা ও ভোটারের মনোভাবের সাম্প্রতিক চিত্র তুলে ধরে।

ইএইচ