বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও ফ্যাসিবাদ টিকে আছে। তিনি বলেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নেওয়া হবে না।’
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি এনসিপির নেতাকর্মীদের ঘিরে ধরে হামলার চেষ্টা চালায়। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে, দুপুর পৌনে ২টার দিকে ২০০ থেকে ৩০০ জন লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে হাজির হন। তখন মঞ্চের আশপাশে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে এনসিপির নেতা-কর্মীরাও মঞ্চ এলাকা ত্যাগ করেন।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক।
ইএইচ