জামায়াতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:০৩ এএম
জামায়াতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু অনিবার্য কারণবশত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি পালন করার কথা জানায় জামায়াত।

ইএইচ