বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে সুষ্ঠু নির্বাচনের সব শর্ত ও বিষয় স্পষ্ট করতে হবে।
বলেন, "আমরা নির্বাচন চাই, সিলেকশন নয়। জনগণের ভোটাধিকার আবারও হরণের চেষ্টা চলছে। প্রয়োজনে দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে।"
বুধবার বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, "অধিকাংশ দল জুলাই ঘোষণাপত্র বিষয়ে মত, ভিন্নমত ও নোট দিয়েছে। সব বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার মুখে স্বীকার করছে, কিন্তু যদি তা বাস্তবায়ন না করে, তাহলে ঈমান থাকে?"
তিনি আরও বলেন, "জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। এরপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।"
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, "এই সরকারের প্রথম সংস্কার দরকার ছিল মন্ত্রী-উপমন্ত্রী যে চেয়ারে বসে, সেখানে। গত ৫৪ বছরে দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন পায়নি।"
উল্লেখ্য, এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’-এর আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করে।
ইএইচ