তারেক রহমান

স্বৈরাচারকে প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৮:৫১ পিএম
স্বৈরাচারকে প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সম্প্রতি বিতাড়িত করেছে। এই স্বৈরাচারের পুনরাবিরোধ প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য, এই দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হোক।”

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আমরা ভার্চুয়ালি শুনব ও বলব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনও প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় অবস্থান বিন্দুমাত্র আলাদা নয়।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতার পক্ষে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে জবাবদিহিমূলক (একাউন্টেবল) রাষ্ট্রব্যবস্থা হিসেবে গড়ে তুলতে পারলে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, “যুগে যুগে কবি-সাহিত্যিকরা নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিতা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। ৯০-এর দশকজুড়ে এবং গত দেড় যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিরোধ দেখা গেছে, তার সাম্প্রতিক প্রকাশ ঘটেছে ২৪-এর সফল গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে।”

ইএইচ