Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

১৪ মাসের শিশুর খেলনা ১৩ ফুট অজগড়!

জানুয়ারি ১৩, ২০১৫, ০৭:৩৪ এএম


১৪ মাসের শিশুর খেলনা ১৩ ফুট অজগড়!

  

পুতুল, গাড়ি, বেলুন- শিশুদের জন্য কত ধরণের খেলনাই না এখন বাজারে। মানুষের পুতুলের পাশাপাশি ডায়নোসর, কুমির, হাতির পুতুলও দোকানগুলোতে ভুরি ভুরি। এতসব রেখে জীবন্ত অজগর দিয়ে খেলা!

এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি দুধের শিশু খেলা করছে বিশাল সাপের সঙ্গে। সাপুড়ে জেমি গুয়ারিনো নিজের ১৪ মাসের সন্তান অলিসাকে ১৩ ফুটের ওই বার্মিজ পাইথনের সঙ্গে খেলতে দিয়েছেন। সাপ ক্ষতিকর প্রাণী নয়, এই কথাটি প্রমাণ করতেই তিনি সন্তানকে ওই বিশাল সাপের সঙ্গে খেলা করতে দেন। সাপ মানেই বিষাক্ত ছোবলে মৃত্যু, এমন ধারণা প্রচলিত থাকলে জেমির দাবি- তাদের কাছে নে-নে নামে ওই বার্মিজ পাইথন আদরের পোষ্য। এ সাপ থেকে তার মেয়ের কোনও বিপদের সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন জেমি।

জেমি বলছেন, দেখছেনই তো সাপটি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কামড় বসানো বা গিলে নেওয়ার কোনও আগ্রহই নেই। সাপ ভয়ঙ্কর বলে যে ধারণা রয়েছে তাকে আরোপিত বলে দাবি করেছেন জেমি। পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেছেন, সাপের তুলনায় ৯৫ শতাংশ বা তার বেশি কুকুরের আক্রমণ হয়।