Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টয়লেট পরিষ্কার করতেও পুলিশকে ডাক!

জানুয়ারি ১৪, ২০১৫, ০৫:৫৬ এএম


টয়লেট পরিষ্কার করতেও পুলিশকে ডাক!


গৃহের টয়লেটের লাইন বন্ধ (ব্লক) হয়েছে, বাহিরের পাবলিক টয়লেটে টয়লেট পেপার শেষ, কারো বা কানের ভেতর পোকা ঢুকেছে এ সকল সমস্যার সমাধানে ডাক পড়ছে পুলিশের। তাও রীতিমতো জরুরী ফোন!

সূর্যদয়ের দেশ নামে খ্যাত জাপানের নাগরিকদের জরুরী পুলিশি সহায়তার জন্য ১১০ নাম্বারে ফোন দিলেই চলে। নাগরিকদের সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসে পুলিশ। তবে সুবিধা দিতে গিয়ে রীতিমতো অসুবিধা পোহাতে হচ্ছে তাদের। দেশটির জাতীয় পুলিশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরী নাম্বারে আসা এক-চতুর্থাংশ ফোনই আসে ঠুনকো বিষয়ে। সেগুলো পুলিশের দায়িত্ব তো নয়ই, রাষ্ট্রীয় বা জনজীবনের ওপর হুমকি সৃষ্টিকারী কি না তাও চিন্তার বিষয়।

গৃহস্থালী বিষয় তো আছেই এমনকি অনেকে স্মার্টফোনের পাসওয়ার্ড ভুলে গেলেও জরুরী নাম্বারে ফোন দিয়ে পুলিশি সহায়তা চায়! পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইদানীং এ ধরনের বিষয়ে ফোন দেওয়ার প্রবণতা পূর্বের বছরগুলোর তুলনায় অনেকটা কমে আসলেও হার একেবারে কম নয়। গতবছর জরুরী নাম্বার থেকে ৮৫ লাখ ফোন রিসিভ করা হয়। এর ২৪ শতাংশই ছিল অহেতুক। -এএফপি