Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫,

মক্কার প্রথম ছবি নিলামে, সর্বোচ্চ মূল্য আড়াই লাখ ডলার

সুলাইমান সাদী

মে ১৯, ২০১৯, ০৬:৪৫ এএম


মক্কার প্রথম ছবি নিলামে, সর্বোচ্চ মূল্য আড়াই লাখ ডলার

লন্ডনের এক নিলাম কক্ষে ১৮৮৮ সালে তোলা পবিত্র মক্কা মুকাররমার প্রথম ছবিটি নিলামে উঠেছে।

নিলামে ছবিটির মূল্য উঠেছে আড়াই লাখ ডলার।

ছবিটি তুলেছিলেন প্রাচ্যতত্ত্ববিদ ক্রিস্টিন স্যাকার হারকাউন। তখন তিনি জেদ্দায় অবস্থিত হল্যান্ড কাউন্সিল অফিসে কর্মরত ছিলেন।

ছবিটিতে মক্কা মুকাররমা ও মসজিদুল হারামের ১৩১ বছরের পুরনো স্মৃতি লেপ্টে আছে।

ছবিটির সর্বোচ্চ মূল্য ডাকে উঠেছ আড়াই লাখ ডলার। সর্বোচ্চ দরদাতার নাম এখনোবধি গোপন রাখা হয়েছে। 

পবিত্র মক্কা শরিফ মুসলমানদের প্রধানতম তীর্থস্থান। মক্কার প্রধান আকর্ষণ পবিত্র কাবা শরিফ। এ কাবার দিকে ফিরে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে।

কাবা শরিফকে ঘিরে প্রতি বছর মক্কায় লাখ লাখ মানুষের ভীড় জমে। ইসলামের ফরজ বিধান হজ পালনের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হন।

এছাড়াও সারা বছরই কাবা শরিফকে ঘিরে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসলিমরা। পবিত্র কাবার প্রদক্ষীণ চলে দিনরাত, মাসের পর মাস, বছরের পর বছর।

সূত্র: জিও নিউজ

এসএস