Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫,

ছাত্রীর সঙ্গে শিক্ষকের শারীরিক সম্পর্ক

জানুয়ারি ১৮, ২০১৬, ১০:০৭ এএম


ছাত্রীর সঙ্গে শিক্ষকের শারীরিক সম্পর্ক

গত বছর লুইসিয়ানার ডেসট্রেহান স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল। আর এই কারণেই তাদের গ্রেফতারও করা হয়। এবার সেই একই স্কুলে ১৬ বছরের ছাত্রীর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্তের নাম কিম্বারলি নাকুইন। বয়স তার ২৬ বছর। অভিযোগ, গত এক বছর যাবৎ জোর করে ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিল নাকুইন। ২০১৪ এর সেপ্টেম্বর থেকে শুরু। ২০১৫ এর অগাস্ট পর্যন্ত বজায় থাকে এই অবৈধ সম্পর্ক।

নাকুইন পেশায় ভূগোলের শিক্ষক। নিগৃহীতা ছাত্রীকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, ফাঁকা ক্লাসরুম, টিচার্স কোয়ার্টার্স ও তাদের বাড়িতে তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হত নাকুইন।