Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

পুরুষের মতো খুলা বুকে রাস্তায় চলতে চায়

জানুয়ারি ১৯, ২০১৬, ০৮:২০ এএম


পুরুষের মতো খুলা বুকে রাস্তায় চলতে চায়

উলঙ্গ হয়ে নারীদের প্রতিবাদ এটা নতুন কিছু নয়। নারী বাদী বিভিন্ন ইস্যুতে ফিমেন-এর প্রতিবাদে তো আকছারই দেখা যায় অনাবৃত নারীদের।

সম্প্রতি হংকং-এর রাস্তায় “স্তন কোনও হাতিয়ার নয়” স্লোগানে বিক্ষোভে সামিল হয়েছিলেন মহিলারা। তাতে অবশ্য বক্ষদেশ উন্মুক্ত করেননি মহিলারা। এবার আবার একই ধরনের প্রতিবাদে সামিল মহিলাদের একাংশ। প্রতিবাদস্থল ব্রিসবেনের অরলেই পার্ক। যেখানে বক্ষদেশ উন্মুক্ত করে রোববার বিকেলে অভিনব পিকনিকে অংশ নিলেন মহিলারা। কর্মসূচির নাম “ফ্রি দা নিপল পিকনিক”।

যে কারণে এই প্রতিবাদ:

পুরুষ মানুষ যদি খুলে বুকে ঘুরতে পারে তাহলে নারীরা পারবে না কেন? স্তনকে কেন যৌনতার অংশ বলা হবে ? মূলত এই দাবি নিয়ে ফ্রি দা নিপল পিকনিকে অংশ নিয়েছিলেন প্রায় জনা পঞ্চাশেক মহিলা।

উদ্যোক্তা দুই বন্ধু জো বাকলে লেনক্স এবং আমান্দা হাওয়ার্থ। ফেইসবুকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মহিলাদের। সেইমতো রোববার পার্কে হাজির হন জনা পঞ্চাশেক মহিলা।

স্তনকে যৌনতার অঙ্গ হিসেবে দেখার প্রতিবাদ জানান তাঁরা বক্ষদেশ উন্মুক্ত করে। প্রতিবাদ জানান, পুরুষ শাসিত সমাজের নীতি নির্দেশিকার। দাবি করেন, পুরুষদের মতোই খোলা রাস্তায় বক্ষদেশ উন্মুক্ত করে হাঁটাচলা করতে চান তাঁরা।

তবে এই প্রতিবাদ আন্দোলন যে সার্বিকভাবে গৃহীত হয়েছে এমনটা নয়। বিতর্কের ঝড় আছড়ে পড়েছে নানা মহলে। অনেকে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে।