Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

চুমো প্রতিযোগিতার মধ্য দিয়ে চালু হলো বন্ধ কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২২, ২০২০, ০১:৪০ পিএম


চুমো প্রতিযোগিতার মধ্য দিয়ে চালু হলো বন্ধ কারখানা

 

নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়া কারখানা চুমো প্রতিযোগিতার মধ্য দিয়ে পুনরায় চালু হলো। ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংশু প্রদেশের সুঝু শহরের ইউয়া ফার্নিচার কারখানায়।

এই চুম্বনের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই আয়োজনের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন কারখানার মালিক।

সেভেন নিউজ ও গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমের তথ্য মতে, মহামারির পর কারখানা চালু করতে একটি চুম্বন প্রতিযোগিতার আয়োজন করে ইউয়া ফার্নিচার কারখানার মালিক ম্যা। এই প্রতিযোগিতায় ১০ দম্পতিকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়। অংশগ্রহণকারীদের সংক্রমণের কথা বিবেচনা করে চুম্বনকারীদের মধ্যে স্বচ্ছ কাঁচের ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে কারখানার মালিক ম্যা বলেন, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশিরভাগই স্বামী-স্ত্রী এবং তারা উভয়ই এই কারখানায় কাজ করে। করোনাভাইরাসের জন্য সকলে বিষন্ন থাকায় কর্মীদেরকে বিনোদিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আমারসংবাদ/জেআই