Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুই মাথাওয়ালা বিরল সাপ, ভিডিও ভাইরাল

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২০, ১১:০১ এএম


দুই মাথাওয়ালা বিরল সাপ, ভিডিও ভাইরাল

 

দু'টি সম্পূর্ণ গঠিত মাথা সহ একটি বিরল প্রজাতির নেকড়ে সাপের দেখা মিলেছে।

ভারতের উড়িশ্যায় এই সাপ উদ্ধার করা হয়। ভারতীয় বন অধিদপ্তরের কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন ওই আজব সাপটির ভিডিও ফুটেজ। দুই মাথাওয়ালা সাপটির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, দুই মাথাওয়ালা একটি সাপ এঁকেবেঁকে মাটি দিয়ে এগিয়ে চলেছে।

দ্যা মিররের মতে, উল্ফ স্নেক বা নেকড়ে সাপ আসলে নির্বিষ প্রজাতির একটি সাপ। এই নেকড়ে সাপটির দুটি সম্পূর্ণরূপে গঠিত মাথা রয়েছে, অর্থাৎ এর চারটি কার্যক্ষম চোখ এবং দুটো জিভ রয়েছে এবং কেবল একটা শরীর রয়েছে।

দুই মাথাওয়ালা সাপটির দুটো মাথাই স্বাধীনভাবে কর্মক্ষম- যার অর্থ দুটোই মাথাই প্রয়োজনে খাবার সংগ্রহের জন্য লড়াই করতে পারে এবং শিকার ধরতে পারে।

 

এর আগে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি সম্পূর্ণ তৈরি মাথা সহ একটি সাপ উদ্ধার করা হয়েছিল। সাপটির নাম দেওয়া হয় ডাবল ডেভ।

আমারসংবাদ/জেআই