Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নবদম্পতিদের জন্য ৫ লাখ টাকা ঘোষণা সরকারের!

আমারসংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২০, ০৭:২৫ এএম


নবদম্পতিদের জন্য ৫ লাখ টাকা ঘোষণা সরকারের!

বিয়ের পর নতুন সংসার গোছাতে সরকারই নবদম্পতিকে দিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি জাপান সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, 'newlywed support program' প্রকল্পের আওতায় আগামী এপ্রিল থেকে নব বিবাহিত দম্পতিদের আর্থিক সহায়তা বাবদ জাপানি মুদ্রায় ৬ লাখ ইয়েন যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৮৬ হাজার টাকা (প্রায় ৫ লাখ) দেওয়া হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে যেহেতু জন্মহার কমে গেছে এবং মানুষজন দেরিতে বিয়ে করছেন বা অবিবাহিত থাকছেন এ কারণে তাদেরকে বিয়েতে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে।

যেমন- আর্থিক সাহায্য পেতে হলে নবদম্পতি দু’‌জনেরই বয়স ৪০ বছরের কম হতে হবে। শুধু তাই নয়, দু’‌জনের মিলিত আয় হতে হবে ৫.‌৪ মিলিয়ন ইয়েন বা প্রায় ৪৩ লাখ টাকার ওপরে। এছাড়া নবদম্পতির দু’‌জনেরই বয়স ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.‌৮ মিলিয়ন বা ৩৮ লাখ টাকা হলে তাদের আর্থিক সহায়তা পাবেন ৩ লাখ ইয়েন।

এদিকে ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে অবিবাহিত পুরুষদের ২৯ দশমিক ‌১ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছর। এছাড়া ওই বয়সের মধ্যে অবিবাহিত মেয়েদের সংখ্যা ১৭ দশমিক ৮ শতাংশ। আর বিয়ে না করায় দেশে কমে গিয়েছে জন্মহারও। যা সরকারকে ভাবিয়ে তুলেছে।

গত বছর দেশটিতে ৮ লাখ ৬৫ হাজার শিশুর জন্ম হয়, যা এখন পর্যন্ত বছরে সন্তান জন্মদানের দিক দিয়ে সর্বনিম্ন।

সূত্র: জাপান টাইমস

আমারসংবাদ/জেডআই