Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

এ যেন যত্নে বোনা এক নিপুন শিল্পকর্ম

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২০, ০৯:০১ এএম


এ যেন যত্নে বোনা এক নিপুন শিল্পকর্ম

মাকড়শা পছন্দ করেন এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। মাকড়শার জালও ঠিক তেমনই। ঘরের কোণে মাকড়শা জাল বুনলেই তা ভেঙে দেই আমরা। কিন্তু এমন একটি জাল দেখলে নিশ্চিত কারও ভাঙতে ইচ্ছাই করবে না। মনে হবে থাক। কারণ, এ জাল যে এক নিপুন শিল্পকর্ম।

এই ছবিটি তোলা হয়েছে আমেরিকার মিসোউরিতে। ছবি দেখেই বোঝা যাচ্ছে কোনও জঙ্গল এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে এটি। সুন্দর শিল্পকর্মের এই ছবিটি ফেসবুকে পোস্ট করে মিসোউরি ডিপার্টমেন্ট অব কনজারভেশন। ছবিটি তুলেছেন সংস্থার মিডিয়া স্পেশালিস্ট ফ্র্যাঙ্কিস স্কালিকি। তিনি জানিয়েছেন, এমন জাল একটি নয়, মিসোউরিতে খুঁজলে আরও মিলতে পারে।

সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ছবির জালটি একটা ডিনার প্লেটের সমান বড়। গ্রীষ্ণের শেষ দিকে যখন মাকড়শারা বেশ বড় হয়ে যায় সেই সময়ে এই রকম জাল বোনে।

৩০ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট হওয়ার পরেই নেটিজেনরা মাকড়সার জালটি নিয়ে হইচই শুরু করে দেন। বিস্ময় প্রকাশ করে নানা কমেন্টের পাশাপাশি চলে শেয়ার আর লাইকের বন্যা। ছোট্ট মাকড়শার এমন শিল্পকর্ম সত্যিই তো প্রশংসা পাওয়ার যোগ্য।