Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আকাশে জন্ম নিল শিশু!

ডিসেম্বর ১৪, ২০১৪, ১০:০৩ এএম


আকাশে জন্ম নিল শিশু!

  সাউথ ওয়েস্ট এয়ার লাইন্সের বিমানটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে অবতরণ করেছে, তখন বিমানে এক জন যাত্রী অতিরিক্ত। অর্থাৎ, যতজন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল, অবতরণের সময় তারচেয়ে একজন বেশি! অবাক হওয়ার কিছু নেই। ওই বিমানেই ছিল একজন অন্তঃসত্ত্বা। আর মাঝ আকাশেই নতুন শিশু পৃথিবীর আলো দেখে।

মঙ্গলবার ফোনিক্সগামী একটি জেট বিমানে এই ঘটনা ঘটে। ফ্লাইট ৬২৩ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হয় ওই নারী যাত্রীর।বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমান কর্মীদের সঙ্গে একজন চিকিত্সক ও একজন নার্স ছিলেন। তারাই মাঝ আকাশে ওই নারীর সন্তান প্রসব করান। অবতরণের পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তারা দু’জনই সুস্থ আছেন।


এদিকে ঘটনাটি শোনার পর কেউ কেউ আতকে উঠলেও রসিকরা ওই শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রসিকতা করে লিখেছেন, যেহেতু শিশুটি কোনো দেশের ভূখণ্ডে জন্ম নেয়নি, তাই তার নাগরিকত্বের বিষয়টা নিয়ে নতুন করে ভাবা দরকার। সে আসলে কোন দেশের নাগরিকত্ব পাবে এটা ভাবার বিষয়। সে তো মহাশূণ্যের নাগরিক!