Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

ভ্রমণের টাকা যোগাতে নিজেদের সেক্স ভিডিও বিক্রি দম্পত্তির!

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০১৮, ০৯:৪৭ এএম


ভ্রমণের টাকা যোগাতে নিজেদের সেক্স ভিডিও বিক্রি দম্পত্তির!

ভ্রমণ করতে ভালোবাসেন স্বামী-স্ত্রী। কিন্তু, সবসময় তার জন্য অর্থের জোগানে সমস্যা হয়। তাই ফন্দি আঁটলেন ল্যরেন ও জোহান। নিজেদের শারীরিক মিলনের ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি করা শুরু করলেন দম্পত্তি। ফল মিলল হাতে-নাতেই। ইউরোপের একাধিক দেশেই বেড়ানো হয়ে গেছে আর্জেন্টিনার এই দম্পত্তির।

ল্যরেন জানান, 'জোহান প্রথমে রাজি ছিল না। আমিই ওকে বুঝিয়ে রাজি করি। ৯-৫'টার চাকরি থেকে কোনও সখই পূরণ হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত। আমরা দু'জনেই ঘুরতে ভালোবাসি। এবার তা করা সম্ভব হচ্ছে।' তবে তাঁরা যে বেশ কিছু 'বিশেষ অনুরোধ' পান, তাও জানান ল্যরেন। 'অনেকেই 'আবদার' করে', তবে তা মানা হয় না বলেই জানান ল্যরেন।

একইসঙ্গে মজাও এসেছে বলে জানান দু'জনেই। এমনকী ভবিষ্যতে নিয়মিত এই ভিডিও আপলোড করে আয় করার পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্য দম্পত্তিদেরও একই রাস্তা বাছতে পরামর্শ দিয়েছেন ল্যরেন ও জোহান। তবে এখনই পর্ন ইন্ডাস্ট্রি-তে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁদের।",