Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বিভাগ চেয়ে রোহিঙ্গা পেলো নোয়াখালীবাসী!

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২১, ১১:৪৫ এএম


বিভাগ চেয়ে রোহিঙ্গা পেলো নোয়াখালীবাসী!

বহুদিন ধরে নোয়াখালীবাসীর স্বপ্ন ছিল একটি আলাদা বিভাগের। তবে সেই স্বপ্ন আজ অবধি পূরণ না হলেও নতুন আরেকটি স্বপ্ন পূরণ হলো নোয়াখালীবাসীর।

একটি আলাদা বিভাগ না পেলেও হাজার হাজার রোহিঙ্গা পেয়েছে নোয়াখালীর মানুষজন।

গেলো বছরের (২০২০) ডিসেম্বরে রোহিঙ্গাদের একটি দল নোয়াখালীর ভাসানচরে স্থান্তারিত হয়। ওইদিন নারী-পুরুষ ও শিশু মিলিয়ে মোট ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা একই সঙ্গে ভাসানচরে যায়।

এরপর একই মাসে ২৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে স্থানান্তরিত হয় রোহিঙ্গাদের আরেকটি দল। সেই দলে ভাসানচরে যায় রোহিঙ্গাদের ১৮০০ জন। এ নিয়ে দুই দফায় প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে স্থান দেয় নোয়াখালীবাসী। 

জানা যায়, আলাদা একটি বিভাগ না পেলেও রোহিঙ্গাদের স্থান দিতে পেরে ভীষণ আনন্দিত নোয়াখালীবাসী।

এই প্রসঙ্গে এলাকার (নোয়াখালী) বাসিন্দা মুশফিকুর রহমান বলেন, বহুদিন ধরে আমাদের দাবি ছিল, নোয়াখালী একটি আলাদা বিভাগ পাবে। তবে আমাদের সেই দাবি আদায় হয়নি। তা না পেলেও আমরা রোহিঙ্গাদের পেয়েছি। 

আসলে আমাদের এলাকায় তাদের স্থান দিতে পেরে পুরো এলাকাবাসী ভীষণ আনন্দিত। আগামীতেও আমরা বহু রোহিঙ্গাদের আমাদের অঞ্চলে ঠাঁই দিতে পারবো বলে আশা করছি।

আমারসংবাদ/জেডআই