Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

এ কেমন নোংরা মানুষ!

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২১, ১১:৪৫ এএম


এ কেমন নোংরা মানুষ!

৮৩ বছরের বৃদ্ধ আমৌ হাজি। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সের একটি ছোট গ্রাম দেজগাহতে বাস তার। সাধারণত গ্রামের সবাই একসাথে বাস করলেও, সবার কাছ থেকে আলাদা ভাবে গ্রামের বাইরে মাটির নীচের একটি গর্তেই বাস করেন তিনি। আমৌয়ের জন্য গ্রামবাসীরা একটি কুঁড়ে ঘর তৈরি করে দিলেও, তার সেই ঘর পছন্দ নয়। তিনি নির্জন গর্তে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

ভাবছেন কে এই আমৌ হাজি? 

এই আমৌ হাজিই বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ। 

বিস্ময়কর হলেও সত্য, গত ৬৫ বছর ধরে গোসল করেন না আমৌ হাজি। 

আমৌ হাজির ভাষ্যমতে, পানিকে ভীষণ ভয় পাওয়ার কারণে ছয় দশকের বেশি সময় তিনি গোসল না করেই কাটিয়েছেন। তার ধারণা গোসল করলেই তিনি অসুস্থ হয়ে যাবেন এবং  নিজেকে নোংরা রেখেই দীর্ঘজীবী হয়েছেন তিনি।

তিনি পছন্দ করেন সজারুর পচা মাংস খেতে। আমিষ খাবার তার পছন্দের হলেও ঘরে করা রান্না মুখে বিশেষ রোচে না তার। একটা মরচে পড়া তেলের পাত্র করে প্রতিদিন পাঁচ লিটার পানি পান করেন তিনি।

তার প্রবল নেশা রয়েছে সিগারেটের। এমনকি গ্রামবাসীদের দেওয়া সিগারেট শেষ হয়ে গেলে, তিনি তামাকের বদলে পশুর শুকনো বর্জ্য ব্যবহার করেন। 

তবে অবাক করা বিষয় হচ্ছে এত নোংরা ভাবে থাকা সত্ত্বেও তার শরীরে কোনও সংক্রমণ নেই। এমনকি এই জীবন নিয়ে তিনি অনেক খুশি।  

আমারসংবাদ/এডি