Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কাপড় পরে না যে গ্রামের মানুষ!

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২১, ০৯:৪৫ এএম


কাপড় পরে না যে গ্রামের মানুষ!

প্রাচীনকালের ইতিহাস ঘাটলে জানা যায় বস্ত্রহীন মানুষের কথা। কাপড় না থাকায় সেই সময় মানুষ নগ্ন অবস্থায় দিন কাটাতো। ধীরে ধীরে সভ্যতার উন্নয়নে বদলে গেছে সব। কিন্তু পৃথিবীতে এখনও একটি গ্রাম রয়েছে যেখানে এখনও লাগেনি সভ্যতার ছোঁয়া। সেই গ্রামের মানুষ মানুষ কাপড় পরে না।

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে অবস্থিত স্পিলপ্লাজ গ্রামই নগ্ন গ্রাম বলে পরিচিত। রীতি অনুযায়ী এই গ্রামের মানুষরা কাপড় পরে না। যদি কেউ কাপড় পরে তাহলে সে এই গ্রামে জমি কিনতে পারে না।

এই গ্রামে বসবাসের একমাত্র শর্ত নগ্নতা। কেউ যদি এই শর্ত না মানে তাহলে সে এখানে জমি পাবে না, বাড়ি-ঘর পাবে না, মিলবে না তার বসবাসের সুযোগ।  

তবে গ্রামের মানুষ বেশ সচেতন ও সৌখিন। তারা গায়ে কাপড়ের কোন পোশাক না পরলেও রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ব্যবহার করেন। শখ করে গলায় স্বর্নের চেইন এবং আঙ্গুলে আংটিও পরেন। গ্রামের ভেতর বেশ সমৃদ্ধ বারও আছে। 

নগ্ন গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে একটি ধারাবাহিক ডকুমেন্টরি ‘মোর-৪’ নামের একটি টিভি চ্যানেলে প্রকাশিত হলে সবার নজরে আসে এই গ্রামটি। 

আমারসংবাদ/এডি