Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কিডনি বেচে কিনলেন আইফোন, বিপদে যুবক!

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২১, ১১:২৫ এএম


কিডনি বেচে কিনলেন আইফোন, বিপদে যুবক!

বাজারে আসা আইফোন নিয়ে বিরল এক ঘটনা ঘটেছে চীনে। জানা গেছে, দেশটিতে এক কিশোর আইফোন কেনার জন্য নিজের কিডনিই বেচে দিয়েছিলেন। ওয়াং সাংকুন নামের সে কিশোরের বয়স এখন ২৫ বছর।

এই প্রসঙ্গে ভাইস সাময়িকীর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১১ সালে ওয়াংয়ের বয়স ছিল ১৫ বছর। ওইসময় তার মনে হলো, একটি আইফোন খুব দরকার। তখন তিনি প্রায় ৩ হাজার ২৭৩ ডলারের বিনিময়ে ডান পাশের কিডনিটি বিক্রি করে দেন। সে টাকা দিয়ে একটি ‘আইপ্যাড ২’ মডেলের ট্যাব এবং একটি ‘আইফোন ৪’ মডেলের স্মার্টফোন কিনেছিলেন।

ওয়াং কিডনি বিক্রি করে এও বলেছিলেন, ‘দুটি কিডনি দিয়ে কী হবে? একটিই যথেষ্ট।’ 

তবে একটি কিডনি নিয়ে এখন বেশ বিপদেই আছেন ওয়াং সাংকুন।

আমারসংবাদ/জেডআই