Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

রাজনীতি হোক হেলাল আকবর চৌধুরী বাবরের মত

মামুনুর রশিদ চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ২১, ২০২২, ০৬:৫০ এএম


রাজনীতি হোক হেলাল আকবর চৌধুরী বাবরের মত

জেরি নামে একটি উপন্যাস ছিল। উপন্যাসের মূল ট্রান অফ পয়েন্ট ছিল, জেরি নিজ উদ্যোগে ভাল কাজগুলো করত। এমন কাজ করত যা সবাইকে এত ভাবাতো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যেত। প্রতিবেদনের শিরোনাম রাজনীতি হোক হেলাল আকবর চৌধুরী বাবরের মত। শিরোনামের মূল শব্দটা রাজনীতি । জেরি উপন্যাসের জেরির চরিত্র সম্পূর্ণ নিজ উদ্যোগে মানবতার কাজ করার সাথে  শিরোনামের মূল শব্দ রাজনীতির সাথে কেন মিলিয়ে ফেললাম পাঠকের কাছে প্রশ্ন বোধক মনে হতে পারে । চলুন প্রিয় পাঠক প্রতিবেদনের মূল আলোচনায় যায় । বর্তমান সময়ে রাজনীতি অর্থে নিজের আখের গোছানো। সে ধারাটা সম্পূর্ণভাবে পরিবর্তন করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর । কথায় আছে চট্টগ্রামে টাকা উড়ে বেড়ায় । কারণ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছেন । আর রাজনীতিবিদ হলে তো কথাই নেই । যশ খ্যাতি ক্ষমতা অর্থ সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজনীতির মাধ্যমে দিনরাত মানবতার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন হেলাল আকবর চৌধুরী বাবর। একদিন দুইদিন বা তিন দিন নয়, দিনের পর দিন মাসব্যাপী হাজার হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ।  কখনো নগদ অর্থ বা কখনো রান্না করা খাবার আবার কখনো ইফতার সাহারি নতুন জামা কাপড়। এছাড়া অসহায় মানুষের মেয়ের বিয়ে দেওয়া, কারো চিকিৎসা খরচ পরিশোধ করাসহ করোনার শুরু থেকে করোনা প্রতিরোধক সকল ব্যবস্থা , কি না করেননি নগরীর অসহায় মানুষদের জন্য । জেরি উপন্যাসের জেরির মানবিক কাজগুলো দেখে যেমন লেখক ক্লান্ত হয়ে পড়তেন ঠিক তেমনি হেলাল আকবর চৌধুরী বাবরের মানবিক কাজ নগরীর মানুষের মুখে মুখে বেশ আলোচিত । সবার একটিমাত্র প্রশ্ন, কিভাবে সম্ভব ? কত বড় হৃদয়ের অধিকারী হলে দৈনিক ২-৩ হাজার মানুষের খাবার জোগান দিতে পারেন। বর্তমান সময় রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন, তাদের মতামত পর্যালোচনা করলে দেখা যায়, ক্ষমতা পদ-পদবী ও অর্থবিত্ত হওয়ার নেশায় লোক দেখানো কার্যক্রমে অভ্যস্ত হয়ে পড়েছেন । তবে হেলাল আকবর চৌধুরী বাবর এইসব কোন কিছুতে ডুব না দিয়ে মানব সেবাই নিজেকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন । দিনের শুরুটা হয় মানব সেবা দিয়ে গভীর রাত অবধি শেষ হয় একইভাবে মানাব সেবা দিয়ে । সহজে নিজ পরিবার বা বন্ধুবান্ধবকে খুব একটি সময় দেওয়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা । নগরীর নন্দনকানন তার বাসায় দেখা যায় সব সময় অসহায় মানুষের ভীড় । ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে হাজির হচ্ছেন । গতকাল আচমকা তার বাসায় পরিদর্শনে দেখা যায়, রফিক নামে একজন ব্যক্তি এসেছেন স্ত্রী ডেলিভারি করাতে গিয়ে অনেক টাকা প্রয়োজন । নিজের একটি টাকাও নেই।  হাউমাউ করে কান্না করে তার প্রয়োজনের কথা বলেন, এক বাক্যে তাকে প্রয়োজন মেটালেন । নাসিম আক্তার। এক সন্তানের জননী। চট্টগ্রাম মহসিন কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন । পড়াশোনার খরচের পাশাপাশি স্বামীর অসহায়ত্বের কথা বলে । তারও দায়িত্ব নিলেন । ইদ্রিস আলী। ৬ জনের সংসার । উপার্জনের সক্ষম ব্যক্তি কেবল ইদ্রিস আলী । সংসার চালানোর জন্য একটি ভ্যান গাড়ি ছাইলেন । তার কথার সত্যতা খুঁজতে ইদ্রিস আলীকে সাথে নিয়ে চলে যান তার বাসায়। গিয়ে দেখেন জরাজীর্ণ বাড়ি। ভ্যানগাড়িতো নিয়ে দিলেন এবং টিন ও অন্যান্য সামগ্রী দিলেন বাড়ি করার জন্য । রিজিয়া বেগম , সানোয়ারা খাতুন ও মিনু আক্তারসহ আরও কতজন মহিলা এসেছেন, একটি সেলাই মেশিন হলে তাদের পরিবারের অসচ্ছলতা দূর হবে। তাদের সাধারণ সেলাই মেশিন না দিয়ে ব্র্যান্ডেড সেলাই মেশিন উপহার দিলেন। এইসব চিত্র নির্দিষ্ট একদিন বা নির্দিষ্ট সময়ের নয়। তা প্রতিদিনের চিত্র। আমরা পাঠ্যপুস্তকে দেখেছি উদাহরণস্বরূপ হাজী মুহাম্মদ মহসিনের নাম ।  বাস্তবে দেখছি হেলাল আকবর চৌধুরী বাবরকে । এই কথা নগরের সচেতন মহলের। নিজের আরাম-আয়েশে গা না ভাসিয়ে মানব সেবাই নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন। তার সাথে কথা হলে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাভোগ করেছিলেন নিজের জন্য ? না । বাঙালি জাতির মুক্তির জন্য ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বয়সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বাঙালি জাতির উন্নয়ন ও সেবা দেওয়ার জন্য । তিনি চাইলেই আরাম আয়েশে বিলাসিতায় জীবন যাপন করতে পারতেন । প্রাণপ্রিয় নেতা প্রয়াত সফল মেয়র ও রাজনীতির সিংহ পুরুষ চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের জন্য । সুতরাং রাজনীতি হবে মানবসেবা দেওয়া , মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা , দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা ইত্যাদি ইত্যাদি । নিজের ভোগ বিলাস কখনো রাজনীতি হতে পারেন । পৃথিবী ক্ষণস্থায়ী আবাসস্থল । তবে পৃথিবীর বুকে স্থায়ী হিসেবে বেঁচে থাকতে হলে মানবসেবার কোন বিকল্প নেই । আমার শেষ নিশ্বাস পর্যন্ত মানব সেবায় জন্ম থেকে জন্মান্তরে মানব সেবা দিয়ে মানুষের মনের মনি কোঠায় বেঁচে থাকতে চাই ।

আমারসংবাদ/ইএফ