Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

শুভেচ্ছা ও অভিবাদন

ফেব্রুয়ারি ১১, ২০২০, ১২:৪৮ পিএম


শুভেচ্ছা ও অভিবাদন

প্রিয় পাঠক, শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার সংবাদ’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করলো।

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি আমার সংবাদ’র পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।

প্রিয় পাঠক, সত্যি আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই আমার সংবাদ আজ সেরাদের কাতারে। আমরা এ কথা ভেবে আপ্লুত যে, আমার সংবাদ’র প্রচারসংখ্যা প্রতিবছরই বাড়ছে। এরই মধ্যে আমরা ১ লাখ ৬১ হাজার ১০৫ কপির মাইলফলক অতিক্রম করেছি। আমাদের প্রচারসংখ্যা অনেক বেড়েছে, পাঠকসংখ্যাও আরও বেড়েছে।

পাঠকপ্রিয় এ দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে বাংলার ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে।

আশা করি পত্রিকাটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। আমার সংবাদ তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি।

যদিওবা কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, তারপরও অকপটে বলা যায় যে, আমার সংবাদ তার অভীষ্ট লক্ষ্যপথে চলার চেষ্টা অব্যাহত রেখেছে। এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে, এ প্রত্যাশা ব্যক্ত করে নিজের কথা বলা শেষ করছি।

আমারসংবাদ/এসটিএমএ