Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫,

‘পথ হারিয়ে’ লিজা...

বিনোদন প্রতিবেদক

আগস্ট ১০, ২০২০, ০৫:০৬ এএম


‘পথ হারিয়ে’ লিজা...

করোনার কারণে যেখানে সঙ্গীতাঙ্গনে সঙ্গীতশিল্পীদের নতুন নতুন গান প্রকাশ খুবই কমে গেছে সেখানে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন নতুন গান প্রকাশিত হয়েই চলেছে।

ঈদের আগেই লিজার কণ্ঠে নতুন একটি গান প্রকাশিত হলো। আর গেলো ৮ আগস্ট রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় লিজার নতুন গান ‘পথ হারিয়ে’। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সঙ্গীত করেছেন মুহিন খান।  

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘লিজা সময়ের অন্যতম একজন সেরা সঙ্গীতশিল্পী। পথ হারিয়ে গানে লিজার গায়কী, তার অনবদ্য উপস্থাপনার জন্য গানটি শ্রোতা দর্শকের হূদয়ে ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ মুহিন খানকে এত চমৎকার একটি গান করার জন্য।’  

লিজা জানান, ‘বেশ কিছুদিন আগে গানটি গেয়েছিলাম। গানের কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। ধন্যবাদ জামাল ভাই ও মুহিন ভাইকে।’

এদিকে এরই মধ্যে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ভেরিফাইড হয়েছে। আর এ জন্য তিনি তার ছোট ভাই শুভর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমারসংবাদ/এআই