Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চমেকে বাড়লো আইসিইউ শয্যা

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ২২, ২০২০, ০৬:৫৫ পিএম


চমেকে বাড়লো আইসিইউ শয্যা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে আইসিইউ সেবার অভাবে অনেককেই জীবন দিতে হয়েছে। শুরুতে বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউ শয্যা ব্যবহারের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। চট্টগ্রামের ৬০ লাখ মানুষের শেষ ভরসা ছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি আইসিইউ শয্যা।

পরিস্থিতির অবনতির পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। এগিয়ে আসেন অনেক বিত্তশালী সমাজপতিও। একে একে চট্টগ্রামের চিকিৎসা খাতে যুক্ত হতে থাকে হাই ফ্লো ন্যাজল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্লান্ট। এর সর্বশেষ সংযোজন হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হলো আরও আটটি আইসিইউ শয্যা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংকট ছিলো। করোনার প্রথম ওয়েভে আইসিইউ শয্যার অভাবে অনেক রোগীকেই আমরা চিকিৎসা দিতে পারিনি।

এজন্য মুমূর্ষু রোগীদের অনেক সময় অন্য হাসপাতালে স্থানান্তর করতে হতো। নতুন আটটি আইসিইউ শয্যা যুক্ত হওয়ায় এই সংকট থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা সেবা দিতে এবং বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওয়ান স্টপ সেন্টারে রাতদিন ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেয়া হবে। এ লক্ষ্যে সেখানে মেডিকেল অফিসারের পাশাপাশি নিয়োজিত থাকবেন একজন সিনিয়র কনসালটেন্ট।

এছাড়া এ সেন্টারে প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই সার্ভিসটি চালু হলে রোগীর ভোগান্তি অনেকটা কমে আসবে।

আমারসংবাদ/এআই