Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

আমি সব ফরমেটেই খেলতে পারি

নভেম্বর ২২, ২০২০, ০৭:২৫ পিএম


আমি সব ফরমেটেই খেলতে পারি

বঙ্গবন্ধু টি-২০ কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন সাব্বির রহমান। এই টুর্নামেন্টে নিজেকে আরও উপরে নিয়ে যেতে চান ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। একটা সময় সাব্বিরকে ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ হিসেবেই দেখা হতো। বাংলাদেশের হয়ে তিনে বেশ ভালো সুনাম রয়েছে এই ক্রিকেটারের।

টি-টোয়েন্টিতে তিনের পাশাপাশি গত বিপিএলে ওপেনও করেছেন সাব্বির। তবে প্রশ্ন উঠেছে আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে কোথায় ব্যাট করবেন তিনি।

একটা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে একটা সময় তিনে নিয়মিত ব্যাট করলেও আসন্ন টি-টোয়েন্টি কাপে সাব্বিরকে কোন পজিশনে দেখা যাবে আমার সংবাদের এমন প্রশ্বের জবাব দিয়েছেন সাব্বির। কেননা ঢাকায় মোহাম্মদ নাঈম শেখের পাশাপাশি ওপেনার হিসেবে রয়েছেন তরুণ তানজিদ তামিম।

তবে আমার সংবাদকে সাব্বির জানান, দলের চাওয়া অনুযায়ী ওপেনিং কিংবা যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি।

‘টিম যেখানে চাইবে আমাকে- ওপেন, ওয়ান ডাউন বা ছয়-সাতে যেখানে চাইবে ব্যাটিং করতে রাজি আমি।’ জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট- বেশ কয়েকটি ইনিংসই ক্রিজে সেট হয়ে হয়তো কখনো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন অথবা ভালো বলে আউট হয়েছেন।

অতীতে ৪০-৫০ কিংবা ৬০ করে সন্তুষ্ট থাকলেও নিজেকে উপরে নিয়ে যেতে হলে লেভেল বাড়াতে হবে সেটি উপলদ্ধি করতে পেরেছেন সাব্বির। ‘ডেফিনেটলি আরও এক লেভেল বাড়াতে হবে আমাকে। ঘরোয়া ক্রিকেটে ৩০-৪০ বা ৬০-৭০ রানে আউট হয়ে যাই। হয়তো বা এখানে সেঞ্চুরি করলে আমার লেভেলটা বাড়বে।’

আমারসংবাদ/এআই