Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

অভিনেতা-প্রযোজকের প্রাণ কাড়লো করোনা

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২০, ১০:১৫ পিএম


অভিনেতা-প্রযোজকের প্রাণ কাড়লো করোনা

মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন নাট্য-প্রযোজক ও অভিনেতা উজ্জ্বল চৌধুরী। করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে ২ মাস ৮ দিন হাসপাতালে থাকার পর গত সোমবার তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নাট্য-প্রযোজক ও অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মো. মেহেদী হাসান জনি। 

মেহেদী হাসান জানান, সেপ্টেম্বরে উজ্জ্বল ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হন।

এরপর তার অবস্থা গুরুতর হলে তাকে প্রথম রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালেই উজ্জ্বল ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মোট ২ মাস ৮ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৯৮৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। উজ্জ্বল চৌধুরী একজন স্থপতিও ছিলেন। ২০১৫ সালে তিনি শোবিজে কাজ শুরু করেন। ‘টু-লেট ব্যাচেলর’, ‘নিশি কুটুম’, ‘আনপ্রেডিক্টেবল’সহ বহু নাটক প্রযোজনা করেছেন তিনি। পাশাপাশি চরিত্রাভিনেতা হিসেবে তাকে নিয়মিত দেখা যেত ছোট পর্দায়।

আমারসংবাদ/এসটিএম