Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নামিবিয়া জয় করলেও বিশ্বজয়ে আগ্রহ নেই হিটলারের

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২০, ১২:১০ পিএম


নামিবিয়া জয় করলেও বিশ্বজয়ে আগ্রহ নেই হিটলারের

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার স্থানীয় একটি নির্বাচনে কাউন্সিলর পদে  জয় পেয়েছেন অ্যাডলফ হিটলার। তবে তিনি নাৎসি নেতা কিংবা তার প্রেতাত্মা নন, তাই আতঙ্কের কিছু নেই।

অ্যাডলফ হিটলার উনা নামের নতুন এই হিটলারের বিশ্বজয়ের বিষয়ে তেমন কোনো আগ্রহও নেই। জার্মান পত্রিকা বিল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে অনুষ্ঠিত দেশটির প্রাদেশিক নির্বাচনটিতে সোয়াপো দলের পক্ষে ৮৫ শতাংশ ভোট পেয়ে জয়ী উনানা জানান, জার্মান নাৎসি নেতার সঙ্গে নামে মিল থাকলেও বিশ্বশাসন কিংবা নাৎসি ভাবাদর্শ  সংক্রান্ত বিষয় নিয়ে তার বিশেষ কোনও ভাবনা নেই। 

নামকরণের বিষয়ে তিনি জানান, তার এ নাম রেখেছিলেন তার বাবা। ছোটবেলা থেকে কখনও তার নাম নিয়ে তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি। কেননা বহুবছরের জার্মান ঔপনিবেশিক শাসনের কারণে তার দেশের প্রচুর মানুষের নামের সামনে অ্যাডলফ রয়েছে। এমনটিও জানান তিনি। 

এত নাম থাকতে হিটলার কেন রাখা হলো এ বিষয়ে তার স্পষ্ট উত্তর, হিটলার সম্পর্কে তেমন কিছু জানতেন না তার বাবা।  তবে ব্যক্তিগতভাবে অ্যাডলফ হিসেবেই বেশি পরিচিত হওয়ায় নাম পরিবর্তনের কোনও ইচ্ছাও নেই তার।

আমারসংবাদ/জেআই