Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘আমি চাই এটা মডেল নির্বাচন হোক’

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

জানুয়ারি ১৪, ২০২১, ০৮:৪৫ পিএম


‘আমি চাই এটা মডেল নির্বাচন হোক’

বাংলাদেশ আ.লীগ সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এ সময়ের আলোচিত নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাটের মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিভিন্ন সময়ে স্থানীয় ও জেলার সরকারদলীয় লোকদের কঠোর সমালোচনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আগামীকাল ১৬ জানুয়ারি পৌরসভার ভোট হওয়ার কথা রয়েছে।

নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা গতকাল সকাল ১০টায় কোম্পানিগঞ্জের রূপালী চত্বরে এক নির্বাচনি জনসভায় বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশে স্বাধীনতা এনেছেন আর শেখ হাসিনা ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবেন দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারের সাথে লিয়াজোঁ করে ঘরে ঢুকেছে, দুর্নীতিবাজ তারেক দেশের বাইরে থেকে কলকাঠি নাড়ছে। আর আমাদের জেলার একরাম চৌধুরী ও ফেনীর নিজাম হাজারী অপরাজনীতি, টেন্ডাবাজি, নারীবাজি, নিয়োগবাণিজ্য করছে। ত্যাগী কোনো নেতাকে নিয়ে ওনি (একরাম) কাজ করেন না। সত্য কথা বললে আমি পাগল, উম্মাদ হই। ‘শরম যদি লাগে গো, গামছা পিন্ধি চলে, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না’ মির্জা বলেন, ‘আমি সুষ্ঠু নির্বাচন চাই, এতে আমি যদি এক ভোটও পাই মেনে নেবো। আমি চাই এটা মডেল নির্বাচন হোক, আমার প্রতিপক্ষে বলবো, আপনারা ভোট বর্জনের সংস্কৃতি থেকে বের হোন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন।’

কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা উল্টা কিছু করবেন না, ভোট দিয়ে মা-বোনদের নিয়ে ভোট দেয়াবেন।’ ভোট বানচাল করার আশঙ্কা করে তিনি এমপিকে দোষারোপ করে বলেন, বিএনপির প্রার্থীকে টাকা ও অস্ত্র দিয়ে সহযোগিতার অভিযোগে তোলেন। মির্জা বলেন, ‘কেউ হট্টগোল করলে নালা ভেঙে দেয়া হবে।’

আমারসংবাদ/জেআই