Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ব্যাংকের নিট মুনাফার ১ ভাগ দিয়ে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০৭:১০ পিএম


ব্যাংকের নিট মুনাফার ১ ভাগ দিয়ে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের নির্দেশ

ব্যাংকের বার্ষিক নিট মুনাফার এক শতাংশ দিয়ে নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামাস (এসএমইএসপিডি) বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক তাদের বাৎসরি নিট মুনাফা হতে ১ শতাংশ স্থানন্তরপূর্বক নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করবে। ব্যাংকসমূহ ২০২১ সাল হতে পরবর্তী পাঁচ বছর সময়ে প্রতি বছর তাদের নিট মুনাফা (নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী) হতে ১ শতাংশ হারে স্টার্ট-আপ উদ্যোক্তাদের অনূকূলে বিতরণের লক্ষ্যে তহবিল হিসেবে সংরক্ষণ করবে। ২০২০ সালের ডিসেম্বরভিত্তিক বাৎসরিক হিসাব চূড়ান্তকালে নিট মুনাফা হতে বাধ্যতার্মলভাবে উক্ত ১ শতাংশ তহবিল স্থানান্তর শুরু করতে হবে।

এতে আরও বলা হয়েছে, স্টার্ট-আপ ফান্ড সংক্রান্ত এসএমইএসপিডি সার্কুলার নং ০৪, ২৯ মার্চ ২০২১ এ বর্ণিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আমারসংবাদ/জেআই