Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

মমতার দখলে মসনদ

মে ২, ২০২১, ০৭:৪০ পিএম


মমতার দখলে মসনদ
  • তৃতীয়বারের মতো ওপার বাংলায় ক্ষমতায় তৃণমূল, জয়ী দুই শতাধিক আসনে
  • বেলা শেষে নন্দীগ্রাম নিয়ে নাটকের পর ফল ঘোষণা, শুভেন্দু জয়ী মমতার বন্দোপাধ্যায়ের হুমকি
  • দল বিজয়ের পর মমতা বললেন কোভিডে আক্রান্তদের পাশে দাঁড়ান 
  • ভোটের মাঠে ছিলো না মাস্ক, মানা হয়নি দূরত্ব, হয়েছে আবির খেলা নাচানাচি, রসগোল্লা উৎসব
  • নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেয়া  কৃষি-শ্রমিক আইন বদল এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ -বলছেন বিশেষজ্ঞরা

বেলা শেষে নাটক! নন্দীগ্রামে মমতা জিতেছেন না হেরেছেন তা নিয়ে ধোঁয়াশা কাটলো না সন্ধ্যাতেও। সংবাদ সংস্থা এএনআই একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাজার ২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতেই জানা যায়, হেরে গেছেন তিনি এক হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে। পরে নির্বাচন কমিশন জানায় একলাখ ৯ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ সাত হাজার ৯৩৭ ভোট।

নজরকাড়া আসন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্যের ২৯২টি আসনে পরপর ফল প্রকাশিত হলেও নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই বিভ্রান্তি খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে। দিনভর ছিলো পরতে পরতে উত্তেজনা। তবে বিজেপিকে রুখে তৃতীয়বারের জন্য ওপার বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। দুইশরও বেশি আসনে জয় পায় জোড়াফুল শিবির।

জয়ে হ্যাটট্রিকের পর কালীঘাটে বাড়ির সামনে মাইক হাতে মমতা বললেন, ‘সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন। সকলে ভালো থাকুন। কোভিড বিধি মেনে চলুন। প্রেস মিট পরে করবো। বিজয় মিছিল এখনই না করে কোভিডে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিজয় মিছিল নিয়ে পরে সিদ্ধান্ত নেবো। আপনারা খুব খেটেছেন। আস্তে আস্তে বাড়ি ফিরে যান। কোভিডের জন্য যত্ন নিন। গরম জলে স্নান করুন। সকলে মাস্ক ব্যবহার করুন। ঠিক আছে। অনেক ধন্যবাদ।’

এরপর মমতা আবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, নন্দীগ্রামে নির্বাচনে কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাবো। আমরা দই শতাধিক আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে, আমি জিতে গেছি। এখন বলছে হেরে গেছি। এটা কী করে হয় জানি না। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবি জানাবো। দরকার হলে আদালতে যাবো।’

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুরু হয় উচ্ছ্বাস। আনন্দে গা ভাসিয়ে দেয় তৃণমূল দলের সমর্থকরা। কিন্তু এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে হারিয়ে যায় করোনাবিধি। মাস্ক নেই, দূরত্ব বিধি তো নেই। চলে আবির খেলা, খেলা হবে গান চালিয়ে নাচ, রসগোল্লা খাওয়ানো চলে। কিন্তু নেই সেই করোনা বিধি।

ভোটে চোখ রাখা বিশেষজ্ঞরা বলছেন, বাংলার জনগণের ও গণতন্ত্রের জয় হয়েছে। বাংলার মানুষ সামপ্রদায়িকতার ও সামাজিক বিদ্বেষের বিরোধিতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু দুর্নীতির বিরোধিতাকে ততটা আমল দেননি। অবশ্যই তা সর্বভারতীয় রাজনীতিতে সামপ্রদায়িক সরকারকে বদল করার ক্ষেত্রে  ভীষণ গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ এবং বাংলার মানুষ রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ একদমই মানলেন না। স্বাস্থ্যের ব্যাপারেও কেন্দ্রীয় সরকারের অপদার্থতা ও বেসরকারিকরণ, বিলগ্নিকরণ, পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি, নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেয়া, কৃষি-শ্রমিক আইন বদল এবং অবশ্যই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। পাশাপাশি, ব্যক্তিগত জনপ্রিয়তা, বিজ্ঞাপন ও জনমোহিনী সংস্কৃতি অবশ্যই কাজ করেছে। কর্মক্ষেত্রে নিয়োগ শিল্পক্ষেত্রে বিনিয়োগের দাবি তাদের আপাতত নেই বা থাকলেও এই নির্বাচনে তা দাগ কাটেনি। দেখা যাচ্ছে, মূলধারার রাজনীতিতেই মানুষের বিশ্বাস রয়েছে। কারণ আমরা এখনো তার বিকল্প গড়ে তুলতে পারিনি। বামদের ক্ষেত্রে অবশ্যই এই নির্বাচনি বিপর্যয় শিক্ষণীয়। সাম্যবাদের লড়াই চলছে, চলবে। কৌশল পরিবর্তিত হবে, ভুলও প্রমাণিত হতে পারে। তবে নীতি নয়।

ওপার বাংলায় ভোট ফলাফলের চিত্র : ৭.১৮ : নন্দীগ্রামে স্থগিত রাখা হলো ফল ঘোষণা। আবার গণনা হতে পারে। সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন মুখ্য নির্বাচনি আধিকারিক আরিজ আফতাবসন্ধ্যা ৭.১১ : বাঁকুড়ায় পরাজিত সায়ন্তিকা। শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্র, জয়ী বিজেপির শঙ্কর ঘোষ। সন্ধ্যা ৭.১০ : দিনহাটায় জয়ী বিজেপির নিশীথ প্রামাণিক। ডেবরায় পরাজিত ভারতী ঘোষ, জয়ী হুমায়ুন কবীর। সন্ধ্যা ৬.৫৭ : ভগবানগোলায় জয়ী তৃণমূলের ইদ্রিশ আলি, নৈহাটিতে পার্থ ভৌমিক। বহরমপুরে বিজেপির কাঞ্চন মৈত্র। বালুরঘাটে অশোক লাহিড়ি। ভাটপাড়ায় জয়ী পবন সিংহ। বিকেল ৬.২৩ : ১৭ রাউন্ড গণনার পর শুভেন্দুর কাছে পরাজিত মমতা। এক হাজার ৯৫৩ ভোটে পরাজিত মমতা। বিকেল ৬.১১ : কান্তি গঙ্গোপাধ্যায় পরাজিত। পরাজিত সুজাতা মণ্ডল। বিকেল ৬.১০ :  বাংলার জয়া সারা ভারতে অভিনন্দন মমতার। বললেন, ২২১ সিটে জেতা লক্ষ্য ছিলো বললো তৃণমূল। দোষ দিলেন নির্বাচন কমিশনকে। বিনামূল্যে ভ্যাকসিন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি মমতার। বিকেল ৬.০৯ : কৃষ্ণনগর উত্তরে জয়ী মুকুল রায়। পরাজিত কৌশানি। বিকেল ৬.০৬ : চণ্ডীপুরে জয়ী সোহম চক্রবর্তী। উলুবেড়িয়া উত্তরো জয়ী তৃণমূলের নির্মল মাঝি। জয়পুরে জয়ী বিজেপির নরহরি মাহাতো। শ্যামপুকুরে জয়ী শশী পাঁজা। বিকেল ৫.৪০ : পুরুলিয়ায় জয়ী বিজেপির সুদীপ মুখোপাধ্যায়। বিজেপির মুকুটমণি অধিকারি রাণাঘাট দক্ষিণ থেকে। পরাজিত রাহুল সিনহা। বিকেল ৫.৩৫ : বালিগঞ্জ থেকে জয়ী সুব্রত মুখোপাধ্যায়। রাসবিহারীতে জয়ী তৃণমূলের দেবাশিস কুমার। মানিকতলায় জয়ী সাধন পাণ্ডে। বেলেঘাটা থেকে জয়ী তৃণমূলের পরেশ পাল। সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের লাভলি মিত্র জয়ী।

বিকেল ৫.২৭ : ধনেখালিতে তৃণমূলের অসীমা পাত্র জয়ী। তমলকে জয়ী তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্র। মানিকচকে জয়ী সাবিত্রী মিত্র। আসানসোল উত্তরে জয়ী মলয় ঘটক। রাজারহাট-গোপালপুরে জয়ী তৃণমূলের অদিতি মুন্সি। বিকেল ৫.২৫ : চণ্ডীতলায় পরাজিত বিজেপির যশ দাশগুপ্ত। বিকেল ৫.২৪ : ৬৮ হাজার ভোটে কলকাতা বন্দর থেকে জয়ী ফিরহাদ হাকিম। হাবরায় জয়ী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। বিকেল ৫.২০ : মমতাকে শুভেচ্ছা নির্মলা সীতারমণের। বিকেল ৫.১৫ : জয়ী তৃণমূলের ভিআইপি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু। বিকেল ৫.১১ : মমতা বললেন, ‘এখন করোনা মোকাবিলায় কাজ করতে হবে। বিজয় মিছিল এখনই নয়। করোনা বিধি মেনে চলুন। বাড়ি গিয়ে গরম জলে স্নান করুন। অনেক পরিশ্রম করেছেন। বাংলাই পারে। বাংলার জয়।’ বিকেল ৫.০৬ : ৫০ হাজার ভোটে বিজেপির বাবুল সুপ্রিয়কে হারিয়ে জয়ী তৃণমূলের অরূপ বিশ্বাস। বিকেল ৫.০২ : মমতাকে অভিনন্দন রাজনাথ সিংয়ের। বিকেল ৪.৪৬ : আসানসোল দক্ষিণে জয়ী অগ্নিমিত্রা পল। পাণ্ডবেশ্বরে হার বিজেপির জিতেন্দ্র তিওয়ারির। শিলিগুড়িতে জয় বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। চন্দননগরে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তরপাড়ায় জয়ী তৃণমূলের কাঞ্চন মল্লিক। বিকেল ৪.৪০ : কসবায় ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী জাভেদ খান। বারাসতে জয়ী তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ। চুঁচড়ায় পরাজিত লকেট চট্টোপাধ্যায়। মেদিনীপুর সদরে জয়ী জুন মালিয়া। দাসপুরে জয়ী তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। বিধাননগরে জয়ী সুজিত বসু।

বিকেল ৪.৩৪ : বিজেপি প্রার্থী ও প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রাম থেকে এক হাজার ২০০ ভোটে জিতলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪.১০ : মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে। বিকেল ৪.০৬ : ইংরেজবাজারে জয়ী বিজেপি প্রার্থী। পরাজিত তৃণমূলের কৃষ্ণেন্দুনারায়ণ। মোথাবাড়িতে জয়ী তৃণমূলের সাবিনা ইয়াসমিন। মালতিপুরে জয়ী তৃণমূলের রহিম বক্সি। মালদায় জয়ী বিজেপি প্রার্থী গোপাল সাহা। ইন্দাসে জয়ী বিজেপির নির্মল ধাড়া। কয়ানিং জয়ী শওকত মোল্লা। চৌরঙ্গীতে জয়ী তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.৫৭ : ১৬ রাউন্ডের শেষে নন্দীগ্রামে ৮২০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.৪৩ : নন্দীগ্রামে ১৫ রাউন্ডের শেষে চার হাজার ৯৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.৪২ : ভাঙড়ে জয়ী আইএসএফের নওশাদ সিদ্দিকী। বেলা ৩.৪০ : সাগরে জয়ী তৃণমূলের বঙ্কিম হাজরা। বিনপুরে জয়ী তৃণমূলের দেবনাথ হাঁসদা। রায়নায় জয়ী তৃণমূলের শম্পা ধাড়া। ইটাহারে জয়ী তৃণমূলের মোশারফ হোসেন। খণ্ডঘোষে জয়ী তৃণমূল। বেলা ৩.৩১ : সিঙ্গুরে জয়ী বেচারাম মান্না। বেলা ৩.২২ : ভাতারে জয়ী তৃণমূলের মানগোবিন্দ অধিকারী। রানিগঞ্জে জয়ী তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়। সোনামুখিতে বিজেপির দিবাকর ঘরামি। বেলা ৩.২০ : ১৪ রাউন্ডের শেষে তিন হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.১৪ : শিলিগুড়িতে পরাজিত অশোক ভট্টাচার্য। বেলা ৩.১৪ : খড়গপুর সদর থেকে জয়ী বিজেপি প্রার্থী হিরণ। বজবজে জয়ী তৃণমূল প্রার্থী অশোক দেব। বেলা ৩.১৩ : ১৪৮৩ ভোটে নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.১১ : হাওড়াতেও তৃণমূলের বিপুল জয়ের ছবি সর্বত্র দেখা যায় । বেলুড়েও উল্লাসে মেতে উঠেন দলীয় কর্মীরা। সেখানে তৃণমূল কর্মীদের জমায়েত দেখে পুলিশ ছুটে আসে। আসে র?্যাব। কোভিড বিধি না মানায় তৃণমূল কর্মীদের ভিড় সরিয়ে দেয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। বেলা ৩.১০ : ১০ রাউন্ড শেষে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে ১৪ হাজার ভোটে পিছিয়ে থাকে তৃণমূল প্রার্থী গৌতম দেব। বেলা ৩.০৫ : সার্ভার ডাউন। ৪০ মিনিট গণনার কাজ বন্ধ উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে। বেলা ২.৫৬ : উত্তর ২৪ পরগনা গাইঘাটায় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর এগিয়ে। বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এগিয়ে। বীজপুর কেন্দ্রে মুকুল পুত্র শুভ্রাংশুকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী। নোয়াপাড়া কেন্দ্রটিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সুনীল সিংয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই  তৃণমূলের প্রার্থী মঞ্জু বসুর। এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী। বরানগরের তারকা প্রার্থী বিজেপির পার্নো মিত্র পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থীর থেকে। ষষ্ঠ রাউন্ডে বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থী আলো রানি সরকার এগিয়ে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে। স্বরূপনগরে তৃণমূল এগিয়ে। উত্তর বনগাঁ তৃণমূল প্রার্থী শ্যামল রায় এগিয়ে। বেলা ২.৫০ : বারবনীতে জয়ী তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়। বেলা ২.৪৭ : মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা মহেবুবা মুফতি, সরদ পাওয়ার, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের।

বেলা ২.৪৩ : ডোমজুড় ভোট গণনাকেন্দ্রে তৃণমূল-বিজেপির বচসা। জখম এক। আহতকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলা ২.৩৯ : কোচবিহার দক্ষিণ, দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়ার বিষ্ণুপুর, জোড়াসাঁকোতে এগিয়ে বিজেপি। কাকদ্বীপ, বরানগর, পিংলায় এগিয়ে থাকে তৃণমূল। বেলা ২.১২ : নাটাবাড়িতে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর বাড়িতে হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলা ২.১১ : ৮০০ ভোটে কুলটিতে জয় বিজেপির অজয় পোদ্দার। জামুড়িয়ায় সাত হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূলের হরেরাম সিংহ। বেলা ১৪:০৫ : বাঁকুড়ার তালডাংরা আসনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। রাইপুর কেন্দ্রে জয়ী হলেন মৃত্যুঞ্জয় মুর্মু। বেলা ১৪:০২ : হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূলের মনোজ তিওয়ারি। পরাজয় রথীন চক্রবর্তীর। বেলা ১৩:৫০ : উলুবেড়িয়া পূর্ব থেকে জয়ী তৃণমূলের বিদেশরঞ্জন বসু। সুজাপুরে জয়ী তৃণমূলের আবদুব গনি। বেলা ১.৩৫ : হাওড়ার উদয়নারায়ণপুর থেকে জয়ী তৃণমূলের সমীর পাঁজা। ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তিনি। বেলা ১.৩২ : এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বেলা ১.২৫ : করোনা বিধি না মেনে সেলিব্রেশন। থানার ওসিদের সাসপেন্ড করার নির্দেশ কমিশনের। বেলা ১.২১ : জঙ্গলমহলে পিছিয়ে বিজেপি। বেলা ১.১৫ : ষষ্ঠ রাউন্ডের শেষে শীতলকুচিতে এগিয়ে বিজেপি। বেলা ১.১৩ : একাধিক জায়গায় করোনা বিধি না মেনে উচ্ছ্বাস দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। নির্বাচন কমিশন মুখ্যসচিবকে বললেন, করোনা পরিস্থিতিতে ফল প্রকাশের পর যেনো ভিড়, জমায়েত, মিছিল না হয়। বেলা ১.০৭ : এ গিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। ডোমজুড়ে পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়। বেলা ১.০০ : সাগরে এগিয়ে তৃণমূল।

বেলা ১২.৫৮ : ১. বাঁকুড়া— এগিয়ে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। ২. ওন্দা  এগিয়ে বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। ৩. বিষ্ণুপুর  এগিয়ে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ। ৪. কোতুলপুর এগিয়ে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার। ৫. ইন্দাস এগিয়ে বিজেপি প্রার্থী নির্মল ধারা। ৬. সোনামুখী এগিয়ে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। ৭. বড়জোড়া এগিয়ে বিজেপি প্রার্থী সুপ্রীতি চ্যাটার্জী। ৮. শালতোড়া এগিয়ে বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি। ৯. ছাতনা এগিয়ে বিজেপি প্রার্থী সত্যনারায়ন মুখোপাধ্যায়। ১০. তালডাংরা— এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ১১. রানিবাঁধ— এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডি। ১২. রাইপুর— এগিয়ে তৃণমূল প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু। বেলা ১২.৫১ : জলপাইগুড়ি জেলার সাতটি আসনে এগিয়ে বিজেপি। বেলা ১২.৪১ : তমলুক, মহিষাদলে এগিয়ে তৃণমূল, হলদিয়ায় এগিয়ে বিজেপি। বেলা ১২.৩৬ : চৌরঙ্গীতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়। বেলা ১২.৩১ : বাঘমুণ্ডিতে এগিয়ে বিজেপি সমর্থিত আটসু। বেলা ১২.৩০ : ২০৮টি আসনে এগিয়ে তৃণমূল। ৮০টি আসনে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা দুটি আসন। তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা, জুন মালিয়া এগিয়ে। পিছিয়ে রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য। বেলা ১২.২৪ : ভবানীপুরে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়। কাশিপুর বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ।

বেলা ১২.১২ : বোলপুরে ১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি। বেলা ১১.৫১ : পঞ্চম রাউন্ডের শেষেও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। বেলা ১১.৫০ : পূর্ব বর্ধমানে ১৬টি আসনের মধ্যে ১৫টি এগিয়ে টিএমসি। একটিতে বিজেপি। বেলা ১১.৪৯ : এগিয়ে থাকার নিরিখে ২০০ ছুঁলো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান ১৬টি আসনের মধ্যে ১৫টি এগিয়ে টিএমসি। একটি বিজেপি। বেলা ১১.৪৭ : আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলকে পিছিয়ে এগোলেন সায়নী ঘোষ। তারকেশ্বরে পিছিয়ে স্বপন দাশগুপ্ত। বেলা ১১.৪৬ : ভোট গণনাকেন্দ্র ছাড়লেন অশোক ভট্টাচার্য।সকাল ১১.৪৪ : তৃণমূল এগিয়ে ১৯১ ও বিজেপি ৮২ আসনে এগিয়ে। বেলা ১১.৪২ : বারুইপুর পশ্চিমে এগিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়। মালদহ হরিশচন্দ্রপুরে টিএমসি এগিয়ে, রতুয়ায় টিএমসি, ইংলিশবাজারে বিজেপি, হবিবপুরে বিজেপি, গাজোলে টিএমসি। বেলা ১১.৪০ : দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বিজেপি এগিয়ে, গঙ্গারামপুরে টিএমসি এগিয়ে, কুমারগঞ্জে টিএমসি এগিয়ে, তপন টিএমসি এগিয়ে, কুশমণ্ডিতে বিজেপি এগিয়ে, হরিরামপুরে টিএমসি এগিয়ে। বাঁকুড়ার রাইপুর টিএমসি, শালতোড়ায় বিজেপি, তালডাংরায় টিএমসি এগিয়ে। বেলা ১১.৩০ : কসবায় এগিয়ে জাভেদ খান। বেলা ১১.২৬ : তৃণমূল প্রার্থী সুজিত বসু এগিয়ে বিধাননগর থেকে। তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে দেবাশিস কুমার। বেলা ১১.২৪ : দমদমে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু। বেলা ১১.১৭ : উত্তরপাড়ায় ৭০ ভোটে এগিয়ে প্রবীর ঘোষাল। বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রকে পিছিয়ে ফেলে এগিয়ে তৃণমূলের তাপস রায়।  বেলা ১১.১০ : যাদবপুরে পিছিয়ে সুজন চক্রবর্তী। এ গিয়ে তৃণমূল। বেলা ১১.০৮ : ডেবরায় এগিয়ে হুমায়ুন আহমেদ, পিছিয়ে ভারতী ঘোষ। বেলা ১১.০৩: শিবপুরে এগিয়ে মনোজ তিওয়ারি। সকাল ১১.০০ : বেহালা পূর্ব থেকে এগিয়ে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। পিছিয়ে বিজেপির পায়েল সরকার। সকাল ১০.৫৭ : চুঁচুড়া থেকে পিছিয়ে লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে। সকাল ১০.৫৪ : ৭২১ ভোটে বারাসতে পিছিয়ে চিরঞ্জিৎ। সকাল ১০.৫৩ : বালিতে পিছিয়ে সংযুক্ত মোর্চার দীপ্সিতা ও বিজেপির বৈশাখী ডালমিয়া। সকাল ১০.৪৪ : মালদহ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস এগিয়ে তিন হাজার ১৩৫ ভোটে। মানিকচক বিধানসভা ভোটে বিজেপির গৌরচন্দ্র মণ্ডল চার হাজার ৬৪৭ এগিয়ে। চাঁচল বিধানসভায় তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী থেকে প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে মোট তিন হাজার ৫৮৬ ভোটে এগিয়ে। ইংলিশবাজারে তৃণমূল এগিয়ে ৮৩৯ ভোটে। তৃতীয় রাউন্ড শেষে। সকাল ১০.৪৩ : শ্যামপুরে পিছিয়ে তনুশ্রী। সকাল ১০.৪২ : টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়। সকাল ১০.৪০ : শিলিগুড়ি অশোক ভট্টাচার্য পিছিয়ে। এগিয়ে বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়িতে মন্ত্রী গৌতম দেব পিছিয়ে সকাল ১০.৩৬ : পিছিয়ে রুদ্রনীল ঘোষ। সকাল ১০.৩৩ : শ্রাবন্তীকে পিছনে ফেলে এগোলেন পার্থ চট্টোপাধ্যায়। সকাল ১০.৩৩ : এগিয়ে রয়েছেন তারকা প্রার্থী সোহম। সকাল ১০.৩১ : তারকেশ্বরে এগিয়ে স্বপন দাশগুপ্ত। সকাল ১০.২৬ : কমারহাটিতে এগিয়ে মদন মিত্র। সকাল ১০.২৫ : ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে পেছনে ফেলে আইএসএফ এগিয়ে। সকাল ১০.৩২ : রাজ্যে এ পর্যন্ত গণনায় তৃণমূল ৫০ শতাংশ বিজেপি ৩৬ শতাংশ ভোট পেয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সকাল ১০.২২ : দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে ফিরহাদ হাকিম, জাভেদ খান। সকাল ১০.১৮ :  তৃতীয় রাউন্ডে নন্দীগ্রামে শুভেন্দু এগিয়ে আট হাজার ২০৬ ভোটে তৃতীয় রাউন্ডে এগিয়ে। ১৭ রাউন্ড গণনার তিন রাউন্ড হয়েছে। বাকি আরও ১৪ রাউন্ড।  সকাল ১০.১৭ : এগিয়ে মুকুল রায়। রাজ চক্রবর্তী এ গিয়ে। কাঞ্চন মল্লিক এগিয়ে। বেচারাম মান্না এগিয়ে। পিছিয়ে মলয় ঘটক। অদিতি মুন্সি এগিয়ে। হিরণ এগিয়ে।

সকাল ১০:০৮ : সন্ধ্যার মধ্যেই বিজেপি সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেয়ে যাবে বললেন কৈলাশ বিজয়বর্গীয়। গণনার দিন পোস্টাল ব্যালটের দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। সকাল ১০:০২ : পুরুলিয়ার রঘুনাথপুর, মানবাজার, পাড়া, জয়পুর এবং পুরুলিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি। বান্দোয়ান, বলরামপুর এবং কাশিপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাঘমণ্ডলিতে এগিয়ে কংগ্রেস। সকাল ১০:০০ : আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পল। পিছিয়ে তৃণমূলের সায়নি ঘোষ। দুর্গাপুর পূর্বে পিছিয়ে তৃণমূল। সকাল ৯:৪৮ : নাটাবাড়িতে এগিয়ে মিহির গোস্বামী। চৌরঙ্গিতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়। সকাল ৯:৪৮ : বিধাননগরে সুজিত বসু এগিয়ে। পিছিয়ে তৃণমূলের সব্যসাচী দত্ত। সকাল ৯:৪২ : দ্বিতীয় রাউন্ডের শেষে চার হাজার ৯৫৭ ভোটে এগিয়ে শুভেন্দু । ১৭ রাউন্ড গণনা হবে। সকাল ৯:৪০ : সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূলের লাভলী মিত্র। ভাঙ্গরে পিছিয়ে সংযুক্ত মোর্চার নৌসাদ সিদ্দিকী। এগিয়ে তৃণমূল। বেহালা পশ্চিমে এগিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পিছিয়ে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। সকাল ৯:৪২ : এন্টালিতে এগিয়ে স্বর্ণকমল সাহা। পিছিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কাশিপুরে এগিয়ে তৃণমূল। সকাল ৯:৪০ : উত্তরপাড়ায় এগিয়ে তৃণমূলের কাঞ্চন মল্লিক। পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপির জিতেন তিওয়ারি। সকাল ৯:৩৮ : প্রথম রাউন্ড শেষে কৃষ্ণনগর উত্তরে এক হাজার ৪৬৪ ভোটে মুকুল রায় এগিয়ে। সকাল ৯:৩৮ : তিন হেভিওয়েট বাম প্রার্থী শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য। চাকুলিয়াতে আলি ইমরান রামজ ভিক্টর, জামুড়িয়াতে ঐশী ঘোষ এগিয়ে। সকাল ৯:৩৪ : তমলুকে পিছিয়ে তৃণমূলের সৌমেন মহাপাত্র। সকাল ৯:৩৪ : প্রথম রাউন্ডে শীতলকুচিতে এগিয়ে তৃণমূলসকাল ৯:২২ : নন্দীগ্রামে এক হাজার ৪৯৭ ভোটে পিছিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৯:১৯ : শিলিগুড়িতে পিছিয়ে তৃণমূলের ওমপ্রকাশ মিশ্র। মন্তেশরে পিছিয়ে সিদ্দিক-উল্লা-চৌধুরী। এগিয়ে বিজেপি। দমদমে পিছিয়ে ব্রাত্য বসু। সকাল ৯:১২ : যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী পিছিয়ে পড়েছেন। সকাল ৯:১০ : রাজারহাট-গোপালপুরে এগিয়ে বিজেপির শমীক ভট্টাচার্য, সকাল ৯:০৫ : ডেবরায় তৃণমূলের হুমায়ুন কবীর পিছিয়ে। সকাল ৯:০৫ : ডোমজুড়ে এগিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার পিছিয়ে তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সকাল ৯:০০ : টালিগঞ্জ কেন্দ্রে পিছিয়ে অরূপ বিশ্বাস। এগিয়ে বাবুল সুপ্রিয়। হাওড়ায় পিছিয়ে অরূপ রায়। বালিতে এগিয়ে বৈশালী ডালমিয়া। পিছিয়ে তৃণমূল, সংযুক্ত মোর্চা। সকাল ৯:০০ : নয়াগ্রাম, দাঁতন, ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি। সকাল ৮:৫৫ : শিলিগুড়িতে এগিয়ে সিপিআইএমের অশোক ভট্ট্যাচার্য। সকাল ৮:৫৩ : সবংয়ে পিছিয়ে তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়া। হাওড়া উত্তরে তৃণমূলের গৌতম চৌধুরী এগিয়ে। কলকাতা বন্দরে এগিয়ে ববি হাকিম। সকাল ৮.৪৬ : তৃণমূল ৬৪, বিজেপি ৬০ ও সংযুক্ত মোর্চা তিনটি আসনে এগিয়ে। সকাল ৮.৪৩ : বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়। ভাটপাড়ায় এগিয়ে পবন সিংহ। আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক। সুদাপুর মালদায় এগিয়ে ইশা খান। সকাল ৮.৪০ : তৃণমূল এগিয়ে ৫৩টি আসনে। বিজেপি ৪৯টি আসনে এগিয়ে। সংযুক্ত মোর্চা তিনটিতে এগিয়ে। সকাল ৮.৪০ : বাঘমুণ্ডিতে এগিয়ে সংযুক্ত মোর্চা। সকাল ৮.৩৬ : তৃণমূল এগিয়ে ৪৮টি আসনে। বিজেপি এগিয়ে ৪০টি আসনে। সকাল ৮.৩৪ : ভাটপাড়ায় এগিয়ে বিজেপি। বনগা উত্তর ও দক্ষিণে এগিয়ে বিজেপি। সকাল ৮.৩২ : তৃণমূল এগিয়ে ৪৪টি আসনে, বিজেপি এগিয়ে ৪০টি আসনে। সংযুক্ত মোর্চা দুটি আসনে এগিয়ে। সকাল ৮.২৮ : উত্তর আসানসোল ও সবংয়ে এগিয়ে তৃণমূল। দাঁতনে এগিয়ে বিজেপি। সকাল ৮.২৫ : তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৭টি আসনে। বিজেপি ২২টি আসনে এগিয়ে। একটি আসনে এগিয়ে আছে সংযুক্ত মোর্চা। সকাল ৮.১৬ : পোস্টাল ব্যালেটে মুরারই, সিউরি, মেমারি ও দুবরাজপুরে এগিয়ে বিজেপি। কেতুগ্রাম, খড়গপুর সদর, মঙ্গলকোট, নলহাটিতে এগিয়ে তৃণমূল। হাসনে এগিয়ে সংযুক্ত মোর্চা। সকাল ৮.০৮ : পানিহাটিতে অসুস্থ কংগ্রেস এজেন্ট। হাসপাতালে ভর্তি করা হলো তাকে। চূড়ান্ত অব্যবস্থা গণনা কেন্দ্রে। সকাল ৮.০০ : শুরু হল ভোটগণনা। সকাল ৭.৩০ : ভোট গণনার আগে মাথাভাঙায় বোমা উদ্ধার তৃণমূল কর্মীর বাড়ির সামনে। অভিযোগ বিজেপির দিকে।

আমারসংবাদ/জেআই