Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নিরপেক্ষ সংবাদকর্মী ও সংবাদপত্র জাতির দর্পন

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ)

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৩:৪০ পিএম


নিরপেক্ষ সংবাদকর্মী ও সংবাদপত্র জাতির দর্পন

সংবাদপত্রকে জাতীর দর্পন বলা হয়। আর সাংবাদকর্মী হলো জাতির বিবেক। সংবাদপত্র ছাড়া যেমন সাংবাদিক কল্পনা করা যায়না, তেমনি সংবাদকর্মী ছাড়া কখনোই সংবাদপত্র চলেনা। 

সংবাদকর্মীরা দেশ ও জাতির মঙ্গল ও কল‍্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। একজন সংবাদকর্মীর কলমের লিখনিতে ফুটে ওঠে সমাজের সঠিক চিত্র। আর একজন সংবাদকর্মীর লেখা সারা বিশ্ব দেখে। আর সে সংবাদকর্মী যদি নিরপক্ষতা বজায় রেখে সংবাদ না লেখে, তাহলে সকল সংবাদকর্মীর জন‍্য সেটি কলঙ্কজনক। একজন সংবাদকর্মীর কাছে সবাই সমান। তার নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা অবশ‍্য কর্তব‍্য। 

আমাদের সমাজে অনেক সংবাদকর্মীর কারণে অন‍্য ভালো সংবাদকর্মীরা কলঙ্কিত হয়। জাতি কখনোই এমন সংবাদকর্মী প্রত‍্যাশা করেনা। আসুন আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ‍্যমে জাতীর দর্পন সংবাদপত্রকে এগিয়ে নিয়ে যাই। এবং জাতির ভাগ‍্য পরিবর্তনে অগ্রণী ভুমিকা পালন করি। 

সঠিক সংবাদ  লেখার মধ‍্যদিয়ে জাতির পরাধীনতার শৃংখল ভেঙ্গে আবার নতুন সন্ত্রাসমুক্ত, মাদক ও ইয়াবা মুক্ত সোনার বাংলাদেশ গড়ি। সংবাদকর্মীর লেখনিতে জালিমের ঘুম হবে ভঙ্গ।

আমারসংবাদ/এমএ