Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভারত হারলেই জিতে যাবে প্রায় পুরো বিশ্বক্রিকেট 

আহমেদ মেরাজ 

মার্চ ৩, ২০২১, ০৪:০০ পিএম


ভারত হারলেই জিতে যাবে প্রায় পুরো বিশ্বক্রিকেট 

ভারত-ইংল্যান্ড'র চতুর্থ টেস্টের আগে প্রায় পুরো বিশ্ব কি তাহলে ব্রিটিশদের পক্ষে? 

মনে পড়ে শেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কথা। যেদিন পুরো ১৮ কোটি বাংলাদেশী একটা রাত্রি ইংল্যান্ডের সাপোর্ট করেছে, মনে প্রাণে চেয়েছিল ব্রিটিশরা যেভাবেই হোক থামিয়ে দিক অজিদের আর তাতেই খুলবে, এত বড় আসরে প্রথমবারের মত বাংলাদেশের সেমির দুয়ার। সেবার ব্রিটিশরা কথা রেখেছিল সেমির দুয়ার ও খুলেছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশের।

তাহলে এবার কেন? আমাদের কি যায় আসে এবার ভারত কিংবা ইংল্যান্ড যেই জিতুক এ টেস্টে? প্রশ্ন টা ঠিক এখানেই, আপনার মনে পড়ে শেষ কবে এশিয়া কাপ হয়েছিল? ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত টান টান উত্তেজনার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছিল সে আসরের। তারপরে করোনা কিংবা নানান কোন্দলে এখনও পর্যন্ত মাঠে গড়ায়নি কোন এশিয়া কাপ। ‌‌

'ওয়ান অফ দ্য বিগেস্ট শো অফ ক্রিকেট'র এবারের আসর বসার কথা রয়েছে জুনে শ্রীলংকায় এবং সেভাবেই চলছে সব দলের প্রস্তুতি। তবে এবার এ আসর টাও ভেস্তে যাওয়ার পথে যদি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে। হ্যাঁ, একদম ঠিক টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল পূর্ব নির্ধারিত ভাবেই রয়েছে জুনে।

তাহলে একটু চোখ বুলাতে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কি হচ্ছে সেখানে। নিউজিল্যান্ড কোন ঝুট ঝামেলা ছাড়াই অনেক আগেই নিজেদেরকে ফাইনালে বসিয়ে রেখেছে রাজার হালে। তারপর যুদ্ধটা ছেড়ে দিয়েছে ৩ মোড়লের ভেতরে। যেখানে গত টেস্টের লজ্জাজনক হারেই এক মোড়লের বিদায় ঘন্টা বেজে গেছে। যদিও সে হার নিয়ে সে টেস্টের পিচ নিয়ে বিতর্ক আছে ব্রিটিশদের ভেতরে-আছে তীব্র ক্ষোভ। যাই হোক বিদায় নিলেও এখনো একটা সুক্ষ্ম প্রতিশোধের সুযোগ থেকে গেছে ইংল্যান্ডের হাতে।

ভারত এখন রয়েছে পয়েন্ট তালিকার একদম ওপরে ৭১% জয় নিয়ে। তার ঠিক নিচে সসম্মানে নিশ্চিন্তে আছেন কিউইরা ৭০%। আর ৩ নম্বরে এর ঠিক নিচে দম ফেলছে অজিরা ৬৯.২% জয় নিয়ে। এখন যদি কোনভাবে ইংল্যান্ড ভারত কে হারিয়ে দিতে পারে তবেই পথ খুলে যাবে অনেক কিছুর। অজিরা তখন ভারত কে টপকে উঠে আসবে ২ নাম্বারে আর খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইংল্যান্ডের তখন প্রতিশোধের আগুন নিভিয়ে রুট স্টোকসরাও ঘুমোবে শান্তির ঘুম। আর বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান কিংবা ইউএই পাবে তাদের আত্মসম্মানের ভালবাসার এশিয়া কাপ। সব মিলিয়ে বলা যায় যে ভারত-ইংল্যান্ড এর এই চতুর্থ টেস্টে আড়চোখে চোখ রাখবে প্রায় পুরো বিশ্ব ক্রিকেট। আর এতে কোন সন্দেহ নেই যে, এখানে অর্ধেক বিশ্ব ক্রিকেটের বোদ্ধা কিংবা দর্শক মনে প্রাণে চাইবে ভারতের হার। এ যেন ভারত হারলেই জিতে যাবে প্রায় পুরো বিশ্বক্রিকেট। 

আমারসংবাদ/এমএস