আমার সংবাদ
ডিসেম্বর ২১, ২০২২, ০৪:৫৫ পিএম
বছরের শুরুতে দুবাইয়ে ছুটি কাটিয়েছেন তিনি। সেই ছবি নিয়েই শোরগোল সমাজমাধ্যমে। দুবাইয়ের বিভিন্ন জায়গায় বেড়ানোর পোস্ট করেছেন। তা দেখেই এক ভক্ত জানতে চেয়েছেন, ‘আপনি কি এক পোশাক বার বার ব্যবহার করেন?’ জবাবে মিম লিখেছেন, ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেক বার ব্যবহার করি। কারণ আমার সব পোশাকই খুব পছন্দের।’