Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ডাকাতিসহ ৭ মামলার আসামি হতে চান ছাত্রলীগের সভাপতি 

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২১, ০৫:৫৫ পিএম


ডাকাতিসহ ৭ মামলার আসামি হতে চান ছাত্রলীগের সভাপতি 

ফরিদপুরের নগরকান্দায় ৭ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের সভাপতি হচ্ছেন বলে এলাকায় গুঞ্জন চলছে । অথচ এই মেহেদীর বিরুদ্ধেই  স্থানীয় আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের অভিযোগ রয়েছে। এছাড়া  সংঘবদ্ধ ডাকাতির মামলায় আদালতের পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মেহেদী।

স্থানীয় সূত্র জানায়,  উপজেলা ছাত্রলীগের পদ বাগিয়ে নিতে স্থানীয় নেতাদের কাছে তদবির ও দৌড়ঝাপ করছেন মেহেদী । এ বিষয়ে  স্থানীয় আওয়ামী লীগের একটি মহলের সবুজ সংকেতও মিলেছে বলে মেহেদী  জানিয়েছেন। ইতোমধ্যে সেই মহল তার নাম সুপারিশ করে ফরিদপুর জেলা ছাত্রলীগ বরাবর লিখিত তালিকা পাঠিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় নগরকান্দা উপজেলায় স্বচ্ছ ও সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই ঘটনায় উপজেলাব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

উপজেলা ছাত্রলীগের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি মেয়াদউত্তীর্ণ হওয়ায় উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফরিদপুর জেলা ছাত্রলীগ। সেইসঙ্গে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়। 

অভিযোগ রয়েছে,  মেহেদী হাসান স্থানীয় মাদক কারবারিদের সাথে সখ্যতা গড়ে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। এছাড়া ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মনিরুজ্জামান সরদারের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া প্রভাব খাটিয়ে তালমা এলাকায় স্থানীয় লোকদের মারধর, বাড়িঘর ভাংচুর ও লুটের অভিযোগ রয়েছে মেহেদির বিরুদ্ধে। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের অফিস ভাংচুর করে নাশকতার মামলার আসামি হয়ে পলাতক আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বলেন, আসলে আগামী সংসদ নির্বাচনে লাবু চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন। তাই জামালকে ঠেকাতেই বিতর্কিত মেহেদীকে ছাত্রলীগের সভাপতি বানাতে উঠেপড়ে লেগেছে লাবু চৌধুরী। কারণ তালমায় জামালের প্রধান প্রতিপক্ষ মেহেদী। এর আগেও বিভিন্ন মিটিং মিছিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, লাবু চৌধুরী যে দুজনের নাম সুপারিশ করেছে তাদের কারো বাড়িই সদরের মধ্যে না। তাহলে এমন সভাপতি সম্পাদক দিয়ে দলের কি প্রয়োজনে আসবে?

এসব অভিযোগের বিষয়ে মেহেদী হাসান বলেন, আমি এখন পর্যন্ত যা কিছু করেছি লাবু মামার জন্য করেছি। তালমায় অফিস ভাংচুরের যে মামলাটা হয়েছে সেটা উপজেলা পরিষদ নির্বাচনে লাবু মামার সমর্থিত প্রার্থীর জন্যই হয়েছিলো।  আমার নামে আর কোন মামলা নেই।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা ছাত্রলীগের সদ্য মেয়াদউর্ত্তীন কমিটির সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরান  বলেন, লাবু চৌধুরী মেহেদী ও রোমানকে যথাক্রমে সভাপতি, সম্পাদক সুপারিশ করে একটি তালিকা জেলা ছাত্রলীগের কাছে পাঠানো হয়েছে।  বিতর্কের বিষয়টি আমি লাবু ভাইকে জানিয়েছি। এবং বিতর্কিত কাউকে উপজেলা ছাত্রলীগের সভাপতি না বানানোর অনুরোধও করেছি। 

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন পলাতক ব্যক্তিকে কমিটিতে রাখা উচিত নয়। তারপরও প্রভাব দেখিয়ে সভাপতে বানানো হলে এটা হবে ছাত্রলীগের জন্য কলঙ্কজনক উদাহরণ।
 
অভিযোগের বিষয়ে শাহদাব আকবর লাবু চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।পরে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো জবাব মেলেনি। 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, আমরা জেলা ছাত্রলীগ লাবু চৌধুরীর কাছে একটা তালিকা চেয়েছিলাম। সেই অনুযায়ী তিনি একটা তালিকাও পাঠিয়েছেন। এ বিষয়ে কঠোর যাচাই- বাছাইও হবে। আমরা সিভিগুলো ইতোমধ্যে যাচাই-বাছাইয়ের জন্য গোয়েন্দা কর্মকর্তাদের দিয়েছি। রিপোর্টও এসেছে। আরেকটু দেখে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আমারসংবাদ/ইএফ