Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

প্রবাসীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ০৮:১০ এএম


প্রবাসীদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিকদের সুযোগ, সুবিধা, নাগরিক অধিকার, স্বার্থ সংরক্ষণ, প্রাপ্য অধিকার আদায়, সংরক্ষণ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই সাথে সকল প্রবাসী ও প্রবাসীদের পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা সহ সকল ন্যায্য অধিকার সুনিশ্চিত করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য বলে দাবি করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

শনিবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংঠনটির নেতারা। 

এসময় তারা জানান, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ১ কোটি ২০ লাখের বেশী প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে সকল প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবী জানাচ্ছেঃ

১/ প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।
৪/ প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা চাই।
৫/ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই। 
৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই।
৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯/ বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ চাই।

প্রবাসী অধিকার পরিষদের নেতারা জানান, আমরা আশা করছি সকল প্রবাসীদের এ যৌক্তিক ১০ দফা দাবী বাস্তবায়নে সরকার ও রাষ্ট্র জোড়ালো ভূমিকা রাখবে।


আমারসংবাদ/ইএফ