Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫,

বুবলীর বিষয় প্রধানমন্ত্রীকে জানানো হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০১৯, ০৯:২৭ এএম


বুবলীর বিষয় প্রধানমন্ত্রীকে জানানো হবে: কাদের

সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর পরীক্ষায় জালিয়াতির বিষয়টি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নিজে অংশ না নিয়ে বিএ পরীক্ষা অন্যকে দিয়ে দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেটা আমি দৈনিক পত্রিকাগুলোতে দেখেছি। বিষয়টা নিয়ে এখনও দলীয় বা সরকারিভাবে আলোচনা হয়নি।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করবো। নেত্রীর সঙ্গে আলাপ করে পরে বিষয়টা জানাবো।

এদিকে জালিয়াতির অভিযোগে এমপি বুবলীকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
একই সঙ্গে বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেডআই