Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা প্রতিরোধে জনগণের পাশে তাড়াশ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২০, ১১:২৩ এএম


করোনা প্রতিরোধে জনগণের পাশে তাড়াশ ছাত্রলীগ

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে তাড়াশ উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার পৌরশহর এবং আটটি ইউনিয়নে বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, শহরের পাশাপাশি প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই মহুর্তে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশণা অনুযায়ি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ বলেন, গ্রাম অঞ্চলের মানুষ বেশি অসচেতন। তাই ওই সকল মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।

যাতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ কোনো ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত না হয়।

এসময় উপস্থিত ছিলেন-পৌর ছাত্রলীগের সভাপতি আতিক ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজন মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ফজলে রাব্বি, সাংগঠনিক বাবর আলি প্রমূখ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, দেশব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় উপজেলার পৌড় শহর এবং আটটি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মোট ১৫ টি কমিটি গঠন করেছে তাড়াশ উপজেলা ছাত্রলীগের।

এই কমিটির দায়িত্বশীল নেতারা প্রতিদিন জনসচেতনতার লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ।

আমারসংবাদ/আরই/এআই