Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কর্মহীনদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২০, ০১:২৫ পিএম


কর্মহীনদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে যুবলীগ

 

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাঁশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। বাংলাদেশে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষায় প্রথমে সচেতনামূলক লিফলেট বিতরণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর নেতারা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করছে।

২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর গত কয়েক দিন ধরে করোনা প্রতিরোধ সামগ্রীর সঙ্গে খাদ্য সামগ্রীও বিতরণ করছে যুবলীগ। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারাদেশে জেলা-উপজেলা ও মহানগর নেতারা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছে।

গতকাল কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভ্যানে করে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছে নেতাকর্মীরা। এছাড়া রাজধানীর ৫৩৭/১ মধ্য মনিপুরে যুবলীগ সাধারণ সম্পাদকের অফিসের নিচে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। সেখানে প্রতিনিদন সকাল ৮ টা হতে ১১ টা এবং দুপুর ২ টা হতে ৫ পর্যন্ত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গতকাল দুপুরে পুরান ঢাকার কেএম দাস লেনেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা। খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে-৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তৈল। এ ছাড়া ডেটল সাবান ১টা, হ্যান্ড স্যানিটাইজার, ২টা মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা জানান, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দুঃসময়ে তাদের পরিবার-পরিজন সন্তানদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কৌশল শেখানোর চেষ্টা করছি।

এর আগে রাজধানীর টিকাটুলীসহ ৩৯,১৯,২১,৪২,৪৩ ও৬ নং ওয়ার্ডে প্রায় ১২ শত প্যাকেট ত্রান সামগ্রী দিনভর বিভিন্ন অলি-গলিতে অটোচালক-বাস,কাভার্ডভ্যান, রিকশাচালক ও দুস্থদের সাধারণ মানুষের মাঝে বিতরণ করে যুবলীগ। একইসাথে ওইসব এলাকায় নিন্মবিত্ত-দিনমজুরদের মাঝে ওষুধসামগ্রী ও শুকনো খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় আশপাশের অর্ধশতাধিক রিকশা চালক ও কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এখানকার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে সহস্রাধিক কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা। চাল, ডাল, আলু, তেল, সাবান ও হ্যান্ড সেনিটাইজার একসঙ্গে প্যাকেট করে উপহার সামগ্রী হিসাবে বিতরণ করছেন তারা। তবে জনস্বাস্থ্যের বিষয়টি চিন্তা করে কোনো জনসমাগম করা হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিরা সরকার বলেন, লাইনে দাঁড়িয়ে খাবার নিতে অনেকেই বিব্রতবোধ করেন। লজ্জায় আসতেও চান না। তাই নেতাকর্মীদের দিয়ে প্রতি ওয়ার্ডে খোঁজ নিয়েছি। এরপর কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি ‘উপহার সামগ্রী’ লেখা খাদ্য দ্রব্যের প্যাকেট পৌঁছে দিয়েছি। এরইমধ্যে ১১’শ পরিবারকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে এবং করোন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অব্যহত থাকবে বলে জানান তিনি।

জানতে চাইলে যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাস হকে দেশবাসীকে রক্ষায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার সব ধরণের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমন রোধে মানুষকে সচেতন করাসহ যুবলীগের খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে। সারদেশেও নেতাকর্মী জনগণের পাশে দাঁড়িয়েছে, এজন্য কেন্দ্রীয় যুবলীগের পক্ষে তাদের ধন্যবাদ জানাই।

এর আগে গত ২১ মার্চ এক বিবৃতিতে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের সাধ্য অনুযায়ী জনসমাগম না ঘটিয়ে জনসাধারণের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরনের নির্দেশনা দেন। ২৬ মার্চ পৃথক এক ভিডিও বার্তায় করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আসারসংবাদ/জেআই