Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

যেকারণে জন্মভিটায় নেয়া হচ্ছে না নাসিমের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২০, ০৯:৫৭ এএম


যেকারণে জন্মভিটায় নেয়া হচ্ছে না নাসিমের মরদেহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ তার জন্মভিটা সিরাজগঞ্জের কাজীপাড়ায় নেয়া হচ্ছে না। তবে মরদেহ দাফন প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে।

শনিবার দুপুরে (১৩ জুন)আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতির কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ তার জন্মভিটা সিরাজগঞ্জের কাজীপাড়ায় নেয়া হচ্ছে না।

তিনি বলেন, মরহুম নাসিম সাহেবের জানাজা আগামীকাল বেলা সাড়ে ১০টায় বনানী কবরস্থান মসজিদে জানাজা হবে এবং বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের।তার পর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

আমারসংবাদ/এআই