Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সাহারা খাতুনের অবস্থার উন্নতি, তবে শঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২০, ০৪:৪২ এএম


সাহারা খাতুনের অবস্থার উন্নতি, তবে শঙ্কামুক্ত নন

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

শনিবার (২০ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার।

তিনি বলেন, সাহারা খাতুনকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে এখন আর তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার প্রয়োজন হয়নি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গেলো ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে তার।
মূলত বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন।

সাহারা খাতুনের জ্বর, অ্যালার্জিরসহ নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে।

আমারসংবাদ/জেডআই